ঢাকা, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

গাল্টিয়ারকে নিয়ে প্রতিবেদন প্রত্যাখ্যান করেছে পিএসজি

স্পোর্টস ডেস্ক


প্রকাশ: ২১ জুন, ২০২২ ১৮:১৬ অপরাহ্ন | দেখা হয়েছে ৪২৪ বার


গাল্টিয়ারকে নিয়ে প্রতিবেদন প্রত্যাখ্যান করেছে পিএসজি

  •  নিসের কোচ ক্রিস্টোফ গাল্টিয়ার প্যারিস সেন্ট জার্মেইয়ের (পিএসজি) দায়িত্ব  নিতে  যাচ্ছে বলে   প্রকাশিত  খবরটি প্রত্যাখ্যান করেছে প্যারিসের জায়ান্ট ক্লাবটি।

এল’ইকুইপ পত্রিকা এবং রেডিও স্টেশন ফ্রেঞ্চইনফো দাবী করেছে, পার্ক দেস প্রিন্সেসে মরিসিও পচেত্তিনোর পরিবর্তিত হিসেবে দায়িত্ব নিতে রাজি আছেন ফরাসি ওই কোচ। অবশ্য পরে ক্লাবের একটি ঘনিষ্ঠ সুত্র বার্তা সংস্থা এএফপিকে জানায় রিপোর্ট প্রকাশিত হলেও এ বিষয়ে এখনো ‘ব্যাপক আলোচনা চলছে।’
গত জানুয়ারিতে কোচের দায়িত্ব নিয়ে পিএসজিকে লিগ ওয়ানের শিরোপা এনে দিলেও ক্লাবটি ছেড়ে যাচ্ছেন আর্জেন্টাইন কোচ। যদিও চুক্তির মেয়াদ আরো ১২ মাস অক্ষুন্ন আছে। তারপরও ফরাসি গণমাধ্যমের ভাষ্যমতে পচেত্তিনো ও ক্লাব একটি আপোষ রফায়  এসেছে।
বর্তমানে অন্যত্র দায়িত্ব পালন করায় এ বিষয়ে গাল্টিয়ারের কোন মতামত পাওয়া যায়নি। তবে তিনি যদি প্যারিসে যান, তাহলে সেখানে সাক্ষাৎ ঘটবে লুইস কম্পোসের সঙ্গে। সম্প্রতি পিএসজির ফুটবল উপদেষ্টা হিসেবে নিয়োগ পেয়েছেন তিনি।
অবশ্য চলতি মাসের শুরুতে ওই পদে রিয়াল মাদ্রিদের সাবেক কোচ জিনেদিন জিদানের যুক্ত হবার সম্ভাবনার কথা জানিয়েছিল স্থানীয় গণমাধ্যম। কারণ পিএসজির কাতারি মালিকরা চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা জয়ের জন্য মরিয়া।
গত মাসে ফ্রান্সের বিশ্বকাপ জয়ী তারকা কিলিয়ান এমবাপ্পে চুক্তির মেয়াদ বাড়িয়েছেন পিএসজির সঙ্গে। যদিও স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদে যোগ দেয়ার কথা ছিল তার। আগস্টের ৬-৭ তারিখ ফরাসি ফুটবলের নতুন মৌসুমের শীর্ষ আসর শুরু হবার কথা রয়েছে। এর এক সপ্তাহ আগে ট্রফি দেস চ্যাম্পিয়ন্স এর ম্যাচে ফরাসি কাপ বিজয়ী নঁতের মোকাবেল করবে লীগ ওয়ান চ্যাম্পিয়ন পিএসজি। ফরাসি ফুটবলের  নতুন মৌসুমের প্রথম  ম্যাচটি অনুষ্ঠিত হবে ইসরাইলের রাজধানী তেল-আবিবে।


   আরও সংবাদ