ঢাকা, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

আরসিবিসির মামলা খারিজ

ডেস্ক রিপোর্ট


প্রকাশ: ১৪ জুলাই, ২০২২ ১৮:০৭ অপরাহ্ন | দেখা হয়েছে ৪৩৭ বার


আরসিবিসির মামলা খারিজ

রিজার্ভ চুরির ঘটনায় বাংলাদেশ ব্যাংকের বিরুদ্ধে রিজল কমার্শিয়াল ব্যাংকিং করপোরেশনের (আরসিবিসি) করা মানহানি মামলা খারিজ করে দিয়েছে ফিলিপাইনের আদালত।

গত ৩০ জুন ফিলিপাইনের আদালতে রায় ঘোষণার পর বুধবার (১৩ জুলাই) রায়ের কপি বাংলাদেশে ব্যাংকের কাছে পাঠানো হয়।

 

 

বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক মো. সিরাজুল ইসলাম গণমাধ্যমকে জানান, রিজার্ভ চুরির ঘটনায় জড়িত থাকার অভিযোগে ফিলিপাইনের আরসিবিসি’র বিরুদ্ধে বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে নিউ ইয়র্কের আদালতে একটি মামলা করা হয়। এরপর পর আরসিবিসি তাদের দেশের আদালতে বাংলাদেশ ব্যাংকের বিরুদ্ধে মানমানির মামলা করেছিল। ৩০ জুন সেই মামলাটি খারিজ করে দিয়েছে দেশটির আদালত। তবে নিউইয়র্কের আদালতে আরসিবিসির বিরুদ্ধে বাংলাদেশ যে মামলা করেছিল, তা চলমান রয়েছে।


   আরও সংবাদ