নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১০ সেপ্টেম্বর, ২০২১ ১৪:১৯ অপরাহ্ন | দেখা হয়েছে ৫৯৫ বার
সাপাহার(নওগাঁ) প্রতিনিধি: ‘মুজিব বর্ষে শপথ করি- প্লাস্টিক দূষণ রোধ করি’প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে নওগাঁর সাপাহারে বিশ্ব ভোক্তা অধিকার দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বেলা ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার কল্যাণ চৌধুরী সভাপত্বি করেন। সভায় পণ্যের ন্যায্য মূল্য ও গুণগত মান নিশ্চিত করার লক্ষে সরকার ‘ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ প্রণয়নও আইনের যথাযথ বাস্তবায়নের জন্য জনপ্রতিনিধি,ব্যবসায়ী,প্রজাতন্ত্রের কর্মচারী ও জনগণের সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন বলে বক্তাগণ অভিমত ব্যক্ত করেন।
একই সাথে জনস্বাস্থ্য রক্ষা ও পরিবেশ দূষণ রোধকল্পে বিভিন্ন ক্ষেত্রে পলিথিন ও প্লাস্টিকের ব্যবহার রোধে সকলকে সজাগ থাকার আহব্বান জানানো হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব শাহজাহান হোসেন মন্ডল, বিশেষ অতিথি হিসেবে ভাইস চেয়ারম্যান আব্দুর রশিদ,থানার অফিসার ইনচার্জ (ওসি) তারেকুর রহমান সরকার,খঞ্জনপুর কোম্পানী কমান্ডার সুবেদার হাবিবুর রহমান,উপজেলা প্রাণিসম্পদ ভারপ্রাপ্ত কর্মকর্তা ডা:
আশীষ কুমার দেবনাথ,জেলা পরিষদের সদস্য মন্মথ সাহা,প্রাথমিক শিক্ষা অফিসার শহিদুল আলম সহ উপজেলার বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের মালিক,ইউপি চেয়ারম্যানগণ সেখানে উপস্থিত ছিলেন।