ঢাকা, বুধবার, ২৭ নভেম্বর ২০২৪,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

দূরপাল্লার ক্ষেপণাস্ত্র বদলে দিয়েছে যুদ্ধের চিত্র

ডেস্ক রিপোর্ট


প্রকাশ: ২০ জুলাই, ২০২২ ০৯:৩০ পূর্বাহ্ন | দেখা হয়েছে ৪৩৭ বার


দূরপাল্লার ক্ষেপণাস্ত্র বদলে দিয়েছে যুদ্ধের চিত্র

ইউক্রেনের শীর্ষ জেনারেল ভ্যালেরি জালুঝনি বলেছেন, যুক্তরাষ্ট্র থেকে পাওয়া ক্ষেপণাস্ত্র যুদ্ধের পরিস্থিতি পাল্টে দিচ্ছে।

মঙ্গলবার ইউক্রেনের শীর্ষ এসব কথা বলেন। খবর বিবিসির।

ইউক্রেনের শীর্ষ জেনারেল বলেন, যুক্তরাষ্ট্র থেকে যেসব দূরপাল্লার ক্ষেপণাস্ত্র পেয়েছে ইউক্রেন, সেগুলো যুদ্ধের পরিস্থিতি পাল্টাতে সহায়তা করছে।

তিনি আরও বলেন, এগুলো দিয়ে তারা শত্রুদের কমান্ড পোস্ট, গোলা বারুদ এবং জ্বালানির গুদামে হামলা করতে পারছেন।

রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, রাশিয়ার সরবরাহ লাইনে এসব ক্ষেপণাস্ত্র হামলা করার পর রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগু নির্দেশ দিয়েছেন, ইউক্রেনের এসব ক্ষেপণাস্ত্র আর গোলাবারুদ ধ্বংসে যেন সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়।


   আরও সংবাদ