ঢাকা, বুধবার, ২৭ নভেম্বর ২০২৪,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

‘যুদ্ধ শীত পর্যন্ত গেলে বিপদে পড়বে ইউক্রেন’

আন্তর্জাতিক ডেস্ক


প্রকাশ: ২১ জুলাই, ২০২২ ০৮:৪৪ পূর্বাহ্ন | দেখা হয়েছে ৩৭৩ বার


‘যুদ্ধ শীত পর্যন্ত গেলে বিপদে পড়বে ইউক্রেন’

ইউক্রেনের প্রেসিডেন্টের দপ্তরের উচপদস্থ কর্মকর্তা আন্দ্রি ইয়ারমাক মঙ্গলবার বলেছেন, ইউক্রেন চায় শীতকালের আগে যেন যুদ্ধ বন্ধ হয়ে যায়। কারণ শীতকাল চলে আসলে রুশ সেনারা তাদের অবস্থান দৃঢ় করতে পারবে। এরফলে ইউক্রেনের পাল্টা হামলা চালানোর বিষয়টি কঠিন হয়ে যাবে। 


তার মতে, যুদ্ধ শীত পর্যন্ত গেলে বিপদে পড়বে ইউক্রেন।

ইউক্রেনের ম্যাগাজিন এনভির সঙ্গে দেওয়া সাক্ষাৎকারে আন্দ্রি ইয়ারমাক আশাবাদ ব্যক্ত করে বলেন, তাদের আশা যুক্তরাষ্ট্র ইউক্রেনকে শীতকালের আগেই পর্যাপ্ত অস্ত্র দেবে যেন ইউক্রেন জয়ী হতে পারে। 

তিনি আরও বলেন, শীতকাল পর্যন্ত যেন যুদ্ধ না চলে সেটি নিশ্চিত করা আমাদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। শীতকালের পর রুশ সেনারা তাদের অবস্থান দৃঢ় করার জন্য আরও সময় পাবে। তখন আমাদের জন্য বিষয়টি অবশ্যই জটিল হয়ে যাবে।

আন্দ্রি ইয়ারমাক আরও বলেছেন, রাশিয়া চাইছে ইউক্রেন যেন লম্বা একটি যুদ্ধে জড়ায়।

এদিকে রাশিয়া গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে বিশেষ সামরিক অভিযান শুরু করে। তাদের পক্ষ থেকে বলা হয়েছে এ অভিযান শেষ করার কোনো নির্দিষ্ট সময় সীমা নেই। 

সূত্র: রয়টার্স


   আরও সংবাদ