ঢাকা, বুধবার, ২৭ নভেম্বর ২০২৪,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

ইউক্রেনে যুদ্ধের লক্ষ্য বিস্তৃত করতে প্রস্তুত রাশিয়া: ল্যাভরভ

আন্তর্জাতিক ডেস্ক


প্রকাশ: ২১ জুলাই, ২০২২ ১০:২৫ পূর্বাহ্ন | দেখা হয়েছে ৪১১ বার


ইউক্রেনে যুদ্ধের লক্ষ্য বিস্তৃত করতে প্রস্তুত রাশিয়া: ল্যাভরভ

রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছেন, ইউক্রেনে রাশিয়ার সামরিক লক্ষ্য পূর্বাঞ্চলীয় ডনবাসে সীমাবদ্ধ নয়। রাশিয়া যুদ্ধের লক্ষ্য বিস্তৃত করতে প্রস্তুত। তিনি ইঙ্গিত দিয়েছেন, পশ্চিমারা ইউক্রেনকে দূরপাল্লার অস্ত্র সরবরাহের পর মস্কোর কৌশল পাল্টেছে। বুধবার তিনি এই মন্তব্য করেন। তার এই মন্তব্য পাঁচ মাসের যুদ্ধের লক্ষ্য যে বিস্তৃত হয়েছে সেটির স্পষ্ট স্বীকারোক্তি। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

রুশ বার্তা সংস্থা রিয়া নভোস্তিকে দেওয়া এক সাক্ষাৎকারে ল্যাভরভ বলেছেন, মার্চ মাসের শেষের দিকে তুরস্কে ইউক্রেন ও রাশিয়ার ব্যর্থ শান্তি আলোচনার পর ভূ-রাজনৈতিক বাস্তবতা বদলে গেছে। ওই সময় রাশিয়ার মূল লক্ষ্য ছিল ডনেস্ক ও লুহানস্ক অঞ্চল।

তিনি বলেন, কিন্তু এখন ভূগোল ভিন্ন, ডনেস্ক ও লুহানস্ক ছাড়িয়ে খেরসন ও জাপোরিজ্জিয়াসহ বেশ কয়েকটি এলাকায় বিস্তৃত।

ল্যাভরভ ডনবাসের বাইরে ইউক্রেনের যেসব অঞ্চল আংশিক বা পুরো দখল করেছে সেগুলোর কথা বলছিলেন। বলেন, এই প্রক্রিয়া যৌক্তিকভাবে এবং অবিরামভাবে চলমান। রাশিয়াকে হয়তো আরও গভীরে প্রবেশ করতে হবে।

রুশ পররাষ্ট্রমন্ত্রী বলেন, পশ্চিমারা যদি ইউক্রেনকে দূরপাল্লার অস্ত্র দেওয়া অব্যাহত রাখে তাহলে এর অর্থ হলো ভূ-রাজনৈতিক কাজ বর্তমান সীমা ছাড়িয়ে যাবে।

২৪ ফেব্রুয়ারি রুশ সেনাবাহিনীকে ইউক্রেনে আক্রমণের নির্দেশ দেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। আক্রমণ শুরুর পর প্রায় পাঁচ মাস হতে চললো। রুশ বাহিনী এখনও ইউক্রেনের পূর্বাঞ্চলীয় ডনবাস অঞ্চল দখলের জন্য হামলা চালিয়ে যাচ্ছে। ইতোমধ্যে ইউক্রেনের এক-পঞ্চমাংশ ভূখণ্ড দখল করেছে রাশিয়া। এই আক্রমণের ঘটনায় পশ্চিমারা রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করেছে। রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগ তুলেছে ইউক্রেন।


   আরও সংবাদ