আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ২৪ জুলাই, ২০২২ ১১:০৮ পূর্বাহ্ন | দেখা হয়েছে ৩৬৭ বার
আবারো বন্দুকধারীদের হানা আমেরিকায়। ওয়াশিংটনে বন্দুকধারীদের তাণ্ডবে মৃত্যু হলো একজনের। জখম অন্তত ৫। কী কারণে কারা গুলি চালাল, তদন্ত শুরু করেছে পুলিশ। তবে একের পর এক হামলার ঘটনায় স্বাভাবিকভাবেই চাঞ্চল্য ছড়িয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র।
ওয়াশিংটনের রেন্টন এলাকায় শনিবার রাত ১টার দিকে গুলি চালায় হামলাকারীরা। পুলিশ সূত্রে খবর, রেন্টন এলাকায় প্রচুর মানুষের জমায়েত হয়েছিল।
এ প্রসঙ্গে রেন্টন পুলিশের মুখপাত্র সান্দ্রা হাভলিক জানিয়েছেন, রাত ১টা নাগাদ হামলার ঘটনাটি ঘটেছে। খবর পেয়ে ছুটে আসে পুলিশ। দেখা যায়, মাটির উপর রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছেন অনেকে। তাদের মধ্যে একজনের মৃত্যু হয়েছে। গুরুতর জখম অনেকে। তবে হামলাকারী এখনো অধরা।
এনিয়ে সম্প্রতি বেশ কয়েকবার গুলিচালনা ও প্রাণহানির ঘটনার সাক্ষী রইল আমেরিকা। কখনো চার্চে ঢুকে, কখনো স্কুলে, কখনো আবার শপিং মল অথবা ভিড়ের মাঝে বন্দুক হাতে দাপট চলছেই। সেখানকার বন্দুক আইন সংশোধন নিয়ে যতই আলোচনা হোক, সুফল মিলছে না কিছুতেই। পুলিশ ও প্রশাসনের শত চেষ্টা সত্ত্বেও কিছুতেই থামছে না এমন ঘটনা।
গত ১৮ তারিখ ইন্ডিয়ানা প্রদেশের একটি শপিং মলে ক্রেতাদের উপর এলোপাথাড়ি গুলিবৃষ্টি করে এক ব্যক্তি। ওই ঘটনায় প্রাণ হারিয়েছেন কমপক্ষে চারজন। আহত দুই। পাল্টা হামলায় নিহত হয়েছেন বন্দুকধারীও।