ঢাকা, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

ঠান্ডা মাথায় পুঁজিবাজারে বিনিয়োগের আহ্বান বিএসইসির

ডেস্ক রিপোর্ট


প্রকাশ: ৩১ জুলাই, ২০২২ ১০:১২ পূর্বাহ্ন | দেখা হয়েছে ৩৫৯ বার


ঠান্ডা মাথায় পুঁজিবাজারে বিনিয়োগের আহ্বান বিএসইসির

বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম বলেছেন, গুজবে কান না দিয়ে বিনিয়োগকারীদের ঠান্ডা মাথায় শেয়ারবাজারে বিনিয়োগ করা দরকার। যারা বেশি ঝুঁকি নিতে চান না, তারা মিউচুয়াল ফান্ডে এবং বন্ড মার্কেটে বিনিয়োগ করতে পারেন।

শনিবার ময়মনসিংহ শহরের টাউন হলের অ্যাডভোকেট তারেক স্মৃতি অডিটোরিয়ামে ‘বিনিয়োগ শিক্ষা কনফারেন্স-২০২২’ শীর্ষক সেমিনারে সভাপতির বক্তব্য তিনি এসব কথা বলেন।

অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম বলেন, জেনে বুঝে বিনিয়োগ করুন। বিনিয়োগের আগে এ সম্পর্কে বেসিক জ্ঞান অর্জন করতে হবে, স্মার্ট বিনিয়োগকারী হতে হবে।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ, বিএসইসির কমিশনার ড. শেখ শামসুদ্দিন আহমেদ, ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মেয়র ইকরামুল হক টিটু, ময়মনসিংহের চেম্বার অ্যান্ড কমার্স ইন্ডাস্ট্রিজ লিমিটেডের সভাপতি আমিনুল হক শামীম, অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের যুগ্ম-সচিব কামরুল হক মারুফ, ময়মনসিংহের উপ-মহা পুলিশ পরিদর্শক দেবদাস ভট্টাচার্য, ময়মনসিংহের বিভাগীয় কমিশনার শফিকুর রেজা বিশ্বাস, ময়মনসিংহের জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হকসহ অনেকে।


   আরও সংবাদ