ঢাকা, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

কেন্দ্রীয় ব্যাংকের তালিকায় দুর্বল ১০ ব্যাংক

ডেস্ক রিপোর্ট


প্রকাশ: ৪ অগাস্ট, ২০২২ ১৭:৫৮ অপরাহ্ন | দেখা হয়েছে ৩৫৪ বার


কেন্দ্রীয় ব্যাংকের তালিকায় দুর্বল ১০ ব্যাংক

দুর্বল ১০টি ব্যাংক চিহ্নিত করেছে কেন্দ্রীয় ব্যাংক। ত‌বে ব্যাংকগু‌লোর নাম জানানো হয়নি।

 

 

বৃহস্পতিবার (৪ আগস্ট) কেন্দ্রীয় ব্যাংকের জাহাঙ্গীর আলম কনফারেন্স রুমে এক অনুষ্ঠানে এ তথ্য জানান গভর্নর আবদুর রউফ তালুকদার।

 

 

শ্রেণিকৃত ঋণের মাত্রা, মূলধন পর্যাপ্ততা, ঋণ-আমানত অনুপাত ও প্রভিশনিংয়ের ওপর ভিত্তি করে এসব ব্যাংককে দুর্বল হিসেবে চিহ্নিত করা হয়েছে।

গভর্নর আবদুর রউফ তালুকদার জানান, দুর্বল ব্যাংকগু‌লোর নাম বল‌তে চাই না। কারণ, একটি ব্যাংক খারাপ হলে অন্যটির ওপর এর প্রভাব পড়ে।

তিনি বলেন, আমরা ব্যাংক বন্ধের পক্ষে না, আমানতকারী যেন তার টাকা ফেরত পান সেটা নিশ্চিত করতে চাই। আমা‌দের লক্ষ্য ব্যাংকগু‌লো‌কে উন্ন‌তির মাধ্যমে অর্থ‌নৈ‌তিকভা‌বে শ‌ক্তিশালী করা।


   আরও সংবাদ