ঢাকা, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

মঞ্চে আবারও ‘রক্তকরবী’

বিনোদন ডেস্ক


প্রকাশ: ৫ অগাস্ট, ২০২২ ১০:৩১ পূর্বাহ্ন | দেখা হয়েছে ৩৮৭ বার


মঞ্চে আবারও ‘রক্তকরবী’

রবীন্দ্রনাথ ঠাকুরের রক্তকরবী নাটক লেখার ১০০ বছর পূর্তি হবে আগামী বছর ২৬ এপ্রিল ২০২৩। এটি উদযাপনের জন্য এক বছরব্যাপী পরিকল্পনা রয়েছে প্রাঙ্গণেমোর নাট্যদলের।

তারই ধারাবাহিকতায় করোনাকালসহ তিন বছরের দীর্ঘ বিরতির পর আবারও মঞ্চে আসছে নতুন ভাবনা আর নতুন আয়োজনে নূনা আফরোজ নির্দেশিত প্রাঙ্গণেমোরের দর্শক নন্দিত প্রযোজনা রক্তকরবী।

৫ আগস্ট সন্ধ্যা ৭টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার মূল হলে মঞ্চায়িত হবে নাটকটি।

নাটকটি নির্দেশনা দিয়েছেন নূনা আফরোজ। এতে অভিনয় করেছেন নূনা আফরোজ, অনন্ত হিরা, রামিজ রাজু, আউয়াল রেজা, সরোয়ার সৈকত, সাগর রায়, নিজাম লিটন, সবুক্তগীন শুভ, জুয়েল রানা, সুজয়, ঝুমুর, সুমন, বাঁধন সরকার, মাছুম, পার্থ ও রুমা।


   আরও সংবাদ