আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ৮ অগাস্ট, ২০২২ ১৫:০২ অপরাহ্ন | দেখা হয়েছে ২৯৬ বার
রোববার (৭ আগস্ট) রুশ বার্তা সংস্থা তাসের খবরে বলা হয়েছে, রাশিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা তাস জানিয়েছে, পরমাণু কেন্দ্রের একটি সক্রিয় চুল্লির ৪০০ মিটারের কাছে এই বোমা পড়েছে। এতে প্রশাসনিক ভবনের কিছু ক্ষয়ক্ষতি হয়েছে।
এ বিষয়ে বিবৃতিতে বলা হয়েছে, ইউক্রেনের সামরিক বাহিনী ক্লাস্টার বোমা দিয়ে ওই পরমাণুকেন্দ্রে হামলা চালিয়েছে। একই দিন রাশিয়ার বিরুদ্ধেও জাপোরিঝিয়ায় হামলার অভিযোগ করে ইউক্রেন।
ইউরোপের সর্ববৃহৎ পরমাণু বিদ্যুৎকেন্দ্র হলো জাপোরিঝিয়া। সারা বিশ্বে যে ১০টি বড় পরমাণু স্থাপনা রয়েছে এটি তার একটি।
গত ২৪ ফেব্রুয়ারি রুশ সেনারা ইউক্রেনে সামরিক অভিযান শুরু করার পর ইউক্রেনের বিরুদ্ধে এই পরমাণু স্থাপনায় হামলার অভিযোগ তোলে।
আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) প্রধান বলেন, এই গোলাবর্ষণের কারণে পরমাণু বিপর্যয়ের শঙ্কা দেখা দিয়েছে। উচ্চ-ভোল্টেজের বিদ্যুৎ লাইনে গোলার আঘাত লেগেছে। তেজস্ক্রিয় লিকেজ শনাক্ত করার মধ্যেই একটি চুল্লিকে সংযোগ বিচ্ছিন্ন করে দিতে বাধ্য হয়েছেন অপারেটররা।
ইউক্রেনে সামরিক অভিযানের শুরুর দিকেই জাপোরিঝিয়া পরমাণু বিদ্যুৎ চুল্লি দখল করে রুশ বাহিনী। কিন্তু এখনো চুল্লি চালাচ্ছেন ইউক্রেনীয় কারিগররা।