ঢাকা, মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

পৃথিবীর শুষ্কতম স্থানে ১০০০ বছর পর বন্যা!

ডেস্ক রিপোর্ট


প্রকাশ: ১১ অগাস্ট, ২০২২ ১০:১৪ পূর্বাহ্ন | দেখা হয়েছে ২৯৩ বার


পৃথিবীর শুষ্কতম স্থানে ১০০০ বছর পর বন্যা!

আমেরিকার ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের নেবাদা সীমান্তঘেঁষা এলাকার বিশ্বের শুষ্কতম অঞ্চলের পরিচিতি ডেথ ভ্যালি বা মৃত্যু উপত্যকা হিসেবে।

১৯১৩ সালে ডেথ ভ্যালিতে ১২৯ ডিগ্রি ফারেনহাইট তাপমাত্রা ৯ বছর ধরে বিশ্ব রেকর্ড ছিল। সেন্টিগ্রেডের হিসেবে যেটা প্রায় ৫৪ ডিগ্রি!খবর দ্যা গার্ডিয়ানের।

গত এক শতক ধরে বিশ্বের ভয়াবহতম জায়গাগুলির তালিকায় রয়েছে এর নাম। বিশ্বের উষ্ণতম সেই স্থান এবার ভাসল বন্যায়!গত শুক্রবার কয়েক ঘণ্টার টানা বৃষ্টিতে এখানে আকস্মিক বন্যা দেখা দেয়।

গত ১০০০ বছরে চতুর্থ বার বন্যা পরিস্থিতি তৈরি হল ডেথ ভ্যালিতে। মাত্র কয়েক ঘণ্টার বৃষ্টিতেই বান্যা দেখা দেয় ক্যালিফোর্নিয়ার মৃত্যু উপত্যকা।

গত ৮৬ বছরের মধ্যে এই নিয়ে তৃতীয় বার ডেথ ভ্যালিতে বৃষ্টি হল। গত শতাব্দীতে দু’বার বৃষ্টি দেখেছিল সিয়েরা পর্বতের পাদদেশের এই উপত্যকা।

আর এবার প্রচণ্ড বৃষ্টিতে দেখা দিল আকস্মিক বন্যা। এর ফলে ‘ডেথ ভ্যালি ন্যাশনাল পার্কের’ মধ্যে গত কয়েক দিনে এক হাজারেরও বেশি পর্যটক আটকে পড়েছেন।

ভেসে গেছে বেশ কিছু যানবাহন। পুরো এলাকা থকথকে কাদায় ভরে যাওয়ায় উদ্ধারের কাজে দেরি হচ্ছে বলে ক্যালিফোর্নিয়া প্রশাসন জানিয়েছে।


   আরও সংবাদ