আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ১৪ অগাস্ট, ২০২২ ১৮:০৯ অপরাহ্ন | দেখা হয়েছে ২৬৫ বার
মিসরের রাজধানী কায়রোতে কপটিক খ্রিস্টানদের একটি গির্জায় অগ্নিকাণ্ডে ৪১ জন নিহত হয়েছে।
রোববার (১৪ আগস্ট) রাজধানীর উত্তর-পশ্চিমাঞ্চলীয় জেলা ইম্বাবার আবু সিফাইন গির্জায় অজ্ঞাত কারণে আগুনের সূত্রপাত ঘটে।
প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসি তার ফেসবুক পেজে বলেন, সব ধরনের ব্যবস্থা নিশ্চিত করার জন্য আমি সব রাষ্ট্রীয় পরিষেবাগুলোকে নির্দেশ দিয়েছি।
পরে ফায়ার সার্ভিস জানায়, আগুন নিয়ন্ত্রণে এসেছে।
কপটিকরা হলো মধ্যপ্রাচ্যের বৃহত্তম খ্রিস্টান সম্প্রদায়। তারা মিসরের ১০৩ মিলিয়ন মানুষের মধ্যে অন্তত ১০ মিলিয়ন।
সাম্প্রতিক বছরগুলোতে মিসর বেশ কয়েকটি মারাত্মক অগ্নিকাণ্ডের শিকার হয়েছে। ২০২১ সালের মার্চ মাসে কায়রোর পূর্ব শহরতলিতে একটি টেক্সটাইল কারখানায় আগুনে কমপক্ষে ২০ জন মারা গিয়েছিল।
২০২০ সালে দুটি হাসপাতালের অগ্নিকাণ্ডে ১৪ জন করোনা রোগীর মৃত্যু হয়েছে।
সূত্র : এএফপি, এনডিটিভি