ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১৬ অগাস্ট, ২০২২ ১৫:০৫ অপরাহ্ন | দেখা হয়েছে ৩৩৬ বার
রাজধানীর উত্তরায় গার্ডার পড়ে ৫ জন নিহতের ঘটনায়, মামলা দায়ের হয়েছে। আনা হয়েছে অবহেলাজনিত মৃত্যুর অভিযোগ। আসামি ক্রেন চালকসহ অজ্ঞাত আরও কয়েকজন। এদিকে, নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত, বিআরটি প্রকল্পের সব কাজ বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন, ঢাকা উত্তরের মেয়র।
গতকাল বিকালে রাজধানীর উত্তরার জসিমউদ্দিন সড়কের প্যারাডাইস টাওয়ারের সামনে ঘটে মর্মান্তিক এ ঘটনা। বিআরটি প্রকল্পের একটি বক্স গার্ডার পড়ে, দুমড়ে মুচড়ে যায় একটি প্রাইভেটকার। তাৎক্ষণিকভাবে মৃত্যু হয় পাঁচ জনের।
দীর্ঘদিন ধরে চলমান এই প্রকল্পের কাজ নিয়ে ক্ষোভ রয়েছে এই পথে চলাচলকারী সাধারণ মানুষের। চোখের সামনে ঘটে যাওয়া এমন ঘটনা নিয়ে ক্ষুব্ধ তারা।
সকালে ঘটনাস্থল পরিদর্শনে আসেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম। বলেন, নিরাপত্তার বিষয়টি একেবারেই মানা হয়নি। ছিলো খামখেয়ালি। এমন অবস্থায়, ঢাকায় বিআরটি প্রকল্পে নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত, কাজ বন্ধ থাকবে।
বিআরটির ব্যবস্থাপনা পরিচালক, শফিকুল ইসলাম, জানান, দুর্ঘটনায় ঠিকাদার প্রতিষ্ঠানের গাফিলতি পাওয়া গেছে। যার দায় বিআরটি এড়াতে পারে না।
এদিকে, ৫ জনের নিহতের ঘটনায় তদন্ত প্রতিবেদন দিয়েছে বিআরটি। গার্ডার দুর্ঘটনায় ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা করেছে নিহতদের পরিবার। মামলায় অবহেলাজনিত মৃত্যুর অভিযোগ আনা হয়েছে। আসামি ক্রেন চালকসহ অজ্ঞাত কয়েকজন।