আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ১৮ অগাস্ট, ২০২২ ০৯:৫৮ পূর্বাহ্ন | দেখা হয়েছে ৩০০ বার
ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম শহর খারকিভের একটি ফ্ল্যাটে রুশ বাহিনী হামলা চালিয়েছে। হামলায় অন্তত ছয়জন নিহত হয়েছে। আহত হয়েছে আরো ১৬ জন।
স্থানীয় সময় বুধবার রাতে রাশিয়া এ হামলা চালায়। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এ সংবাদমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।
জেলেনস্কি বলেন, রুশ বাহিনীর হামলায় ফ্ল্যাটের একটি ব্লক সম্পূর্ণ ধ্বংস হয়েছে। আমরা ক্ষমা করব না, আমরা প্রতিশোধ নেব।
খারকিভের মেয়র ইগর তেরেখভ টেলিগ্রামে বলেন, অভিযানের ফলে উত্তর-পূর্ব শহরের বিল্ডিংয়ে আগুন লেগে যায়।
জেলেনস্কির মিডিয়া দল হামলার পরের ফুটেজ শেয়ার করেছে, জ্বলন্ত ভবনের বাইরে জড়ো হওয়া জরুরি পরিষেবাগুলোকে দেখা যায়। ভিডিওতে ভয়েস দৃশ্যটি বর্ণনা করেছে। সেখানে বলা হয়েছে—সেখানে অবস্থানরত অনেক লোকের এখনো সন্ধান পাওয়া যায়নি।
যুদ্ধের প্রথম দিকে খারকিভ রাশিয়ার লক্ষ্যবস্তু ছিল, কিন্তু রুশ সেনারা শহরটি এখনো দখল করতে সক্ষম হয়নি। যদিও মস্কো এখন তার সামরিক ফোকাস ইউক্রেনের পূর্ব এবং দক্ষিণে স্থানান্তরিত করেছে, খারকিভ শহরে রুশ বাহিনী আকাশ থেকে আক্রমণ চালিয়ে যাচ্ছে।
প্রসঙ্গত, রাশিয়া গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেন আক্রমণ শুরু করে। তাদের দাবি- ইউক্রেনে রুশভাষী সম্প্রদায়গুলোকে রক্ষা করতে হবে। এ ঘটনায় হাজার হাজার মানুষ নিহত হয়েছেন। প্রায় ৬০ লাখ ইউক্রেনীয় দেশ ছেড়ে পালিয়ে গেছে। সূত্র : আলজাজিরা