আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ১৯ অগাস্ট, ২০২২ ১৩:৩৪ অপরাহ্ন | দেখা হয়েছে ২৭৯ বার
বিশ্ব বাজারে স্পট মার্কেটে (খোলাবাজার) তরলীকৃত প্রাকৃতিক গ্যাস-এলএনজির (লিকুইড ন্যাচারাল গ্যাস) দাম বেড়েছে। স্থানীয় সময় বুধবার এশীয় অঞ্চলের জন্য প্রতি মিলিয়ন ব্রিটিশ থার্মাল ইউনিট (এমএমবিটিইউ) এলএনজির ৬০ ডলারের কাছাকাছি দাম বাড়ানো হয়েছে।
ইউক্রেন-রাশিয়া যুদ্ধের পর এলএনজি পাঁচ মাসে দামের রেকর্ড করেছে। এ অবস্থায় এলএনজি কেনার পরিকল্পনা থেকে সরে এসেছে বাংলাদেশ।
শীতের আগাম প্রস্তুতি হিসেবে অনেক দেশ গ্যাসের মজুত করছে। এতে খোলাবাজারে দাম বেড়ে গেছে। বুধবার পর্যন্ত এলএনজির দাম ৬০ ডলারে গিয়ে ঠেকেছে।
বর্তমানে জ্বালানি সংকট নিরসনে বিদ্যুৎ উৎপাদন কমিয়ে দিয়েছে সরকার। অপরদিকে ভর্তুকি কমাতে বাড়ানো হয়েছে জ্বালানি তেলের দাম। গত দুই মাসে স্পট মার্কেটে এলএনজির জন্য কোনো এলসিও করেনি সরকার।
এ বিষয়ে পেট্রোবাংলার চেয়ারম্যান নাজমুল আহসান জানান, আপাতত স্পট মার্কেট থেকে এলএনজি কেনার চিন্তা বাদ দিয়েছে সরকার। আমরা দীর্ঘমেয়াদি চুক্তির আওতায় ১৫ ডলারে যে প্রতি এমএমবিটিইউ পাচ্ছি, সেটাই আপাদত অব্যাহত থাকবে। সূত্র : ব্লুমবার্গ