স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ১৯ অগাস্ট, ২০২২ ১৫:৪৭ অপরাহ্ন | দেখা হয়েছে ৩২২ বার
টি-টোয়েন্টি ক্রিকেটে বাংলাদেশের খোলনচল বদলে দিতে একের পর এক পদক্ষেপ নিচ্ছে দেশের ক্রিকেট বোর্ড বিসিবি। ১৮ আগস্ট আসন্ন এশিয়া কাপের জন্য ক্রিকেটারদের অনুশীলন দেখতে মাঠে গিয়েছিলেন বিসিবি প্রধান নাজমুল হাসান পাপন।
এদিন মাঠে এসে গণমাধ্যমে নাজমুল হাসান জানিয়েছেন, এশিয়া কাপ থেকে নতুন শুরু করতে চায় টাইগাররা। এবারের ফরম্যাট টি-টোয়েন্টিতে হওয়ায় উদ্বিগ্ন ছিল বোর্ড। কারণ বাংলাদেশ টি-টোয়েন্টিতে বেশ দুর্বল একটা দল। তবে এশিয়া কাপে ভালো করার লক্ষ্যে দলের সঙ্গে যুক্ত করা হয়েছে অস্ট্রেলিয়া কোচিং স্টাফের সাবেক সদস্য এবং আইপিএলে কোচিং করানো শ্রীধরন শ্রীরামকে।
বৃহস্পতিবার থেকে গুঞ্জন ছিল টাইগারদের প্রধান কোচ রাসেল ডমিঙ্গোকে টি-টোয়েন্টি ফরম্যাটের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হবে। ভারতীয় কোচ শ্রীরামকে দেওয়া হবে টাইগারদের টি-টোয়েন্টির দায়িত্ব। তবে আজ (২০ আগস্ট) নাজমুল হাসান জানিয়েছেন, শ্রীরামকে কোচ নয় বরং টি-টোয়েন্টি দলের টেকনিক্যাল কনসালটেন্ট হিসেবে নিয়োগ দেওয়া হচ্ছে।