ঢাকা, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

বলের আঘাতে প্রাণ হারালেন ক্রিকেটার

স্পোর্টস ডেস্ক


প্রকাশ: ২৫ অগাস্ট, ২০২২ ০৯:৩৯ পূর্বাহ্ন | দেখা হয়েছে ৩৪৭ বার


বলের আঘাতে প্রাণ হারালেন ক্রিকেটার

আবারো ক্রিকেট মাঠে হৃদয়বিদারক ঘটনা ঘটল। দিল্লিতে খেলতে গিয়ে বুকে আঘাত লেগে প্রাণ হারালেন তরুণ ক্রিকেটার হাবিব। এর আগে ২০১৪ সালের নভেম্বরে শেফিল্ড শিল্ডে খেলার সময় এক বাউন্সারে মাথায় আঘাত পেয়ে মৃত্যুর কোলে ঢলে পড়েছিলেন অস্ট্রেলিয়ার প্রয়াত ক্রিকেটার ফিলিপ হিউজ। তেমনই এক হৃদয়বিদারক ঘটনার সাক্ষী হল এবার ভারতীয় ক্রিকেট।

ব্যাটিংয়ের সময় প্রতিপক্ষের এক পেসারের বল হাবিবের বুকের বাঁ দিকে লাগে। সঙ্গে সঙ্গে পিচের উপর লুটিয়ে পড়েন তিনি। মাঠেই জ্ঞান হারান। তাকে দ্রুত স্থানীয় এক হাসপাতালে নিয়ে যাওয়া হলেও কাজ হয়নি। চিকিৎসা শুরুর কিছু সময় পরই চিকিৎসকরা জানান, হাবিবের মৃত্যু হয়েছে। পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনার বনগাঁর পেট্রাপোল থানার জয়ন্তীপুরের বাসিন্দা হাবিব ১৫ আগস্ট দিল্লি গিয়েছিলেন। সেখানে পাঁচটি ম্যাচ খেলার কথা ছিল তার। অথচ ১৯ আগস্ট প্রথম ম্যাচ খেলার সময়ই ঘটল দুর্ঘটনা।

হাবিবের স্ত্রী নীলিমা মন্ডল জানালেন, ‘খেলতে খুব ভালোবাসত হাবিব। বলতো, খেলতে গিয়ে যদি প্রাণও চলে যায় যাক। সেই খেলাই প্রাণ কেড়ে নিল ওর।’

পরিবার নিয়ে উত্তর ২৪ পরগনার বাগদার রাউতারা গ্রামে স্কুলপাড়া এলাকায় থাকতেন হাবিব। দক্ষ ব্যাটসম্যান হিসেবে বেশ খ্যাতি ছিল তার। ক্রিকেট খেলতে প্রচণ্ড ভালোবাসতেন।


   আরও সংবাদ