ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২ সেপ্টেম্বর, ২০২২ ১৫:০৪ অপরাহ্ন | দেখা হয়েছে ৩০৩ বার
বঙ্গবন্ধুর বায়োপিক ‘মুজিব : দ্য মেকিং অব অ্যা নেশন’ এর কিছু কিছু জায়গায় ফের শুট করা হচ্ছে। ভিজুয়াল ইফেক্টস সম্পাদনায়ও নতুন একটি প্রতিষ্ঠান যুক্ত হয়েছে। যে প্রতিষ্ঠান এর আগে ভারতের আলোচিত ছবি ‘বাহুবলী’ ছবির সম্পাদনা করেছে।
এ তথ্য নিশ্চিত করেছেন ‘মুজিব : দ্য মেকিং অব অ্যা নেশন’ ছবির সহকারী নির্মাতা ও কাস্টিং ডিরেক্টর বাহাউদ্দিন খেলন।
এদিকে চলতি বছরের মধ্যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনী (বায়োপিক) অবলম্বনে নির্মিত সিনেমা ‘মুজিব: দ্য মেকিং অব আ নেশন (মুজিব: একটি জাতির রূপকার)’ মুক্তি পেতে পারে বলে আশা প্রকাশ করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী হাছান মাহমুদ। ভারতের সঙ্গে যৌথ প্রযোজনায় এটি নির্মিত হয়েছে। ‘মুজিব’ সিনেমাটি প্রধানমন্ত্রী দেখে অনুমোদন দেওয়ার পর এটি মুক্তি পাবে।
সোমবার (১২ সেপ্টেম্বর) বাংলাদেশে নিযুক্ত ভারতের বিদায়ী হাইকমিশনার বিক্রম দোরাইস্বামী তার সঙ্গে সাক্ষাৎ করা শেষে সচিবালয়ে সাংবাদিকদের তথ্যমন্ত্রী এ কথা বলেন।
তথ্যমন্ত্রী বলেন, ‘বঙ্গবন্ধুর বায়োপিক রেডি। প্রধানমন্ত্রী দেখার পর, তিনি চূড়ান্ত অনুমোদন দেওয়ার পর আশা করছি এ বছরের মধ্যে সেটি রিলিজ করা সম্ভব হবে।’
বিদায়ী হাইকমিশনার সিনেমাটি নিয়ে বলেন, ‘বঙ্গবন্ধুর বায়োপিক প্রস্তুত। আশা করছি, শিগগির এটি মুক্তি পাবে।’
এর আগে ভিএফএক্সের কাজ শেষ হয়ে গেলে ছবিটিতে আর কোনো দুর্বলতা থাকবে না বলে জানায় সিনেমা সংশ্লিষ্টরা। মুক্তির পর ছবিটি বিশ্বব্যাপী প্রশংসিত হবে বলে বিশ্বাস করেন তারা। কান চলচ্চিত্র উৎসবের বাণিজ্যিক শাখা মার্শে দ্যু ফিল্মের অংশ হিসেবে ভারতীয় প্যাভিলিয়নে গত ১৯ মে বঙ্গবন্ধুর বায়োপিক ‘মুজিব : দ্য মেকিং অব অ্যা নেশন’-এর ট্রেলার প্রকাশিত হয়। তারপর থেকেই ছবিটি নিয়ে আলোচনার বদলে সমালোচনা উঠতে শুরু করে। ওই ট্রেলারের বঙ্গবন্ধুকে দেখে হতাশ হয়েছেন অনেকেই। প্রশ্ন ওঠে এ কোন বঙ্গবন্ধুকে দেখালেন ভারতীয় নির্মাতা শ্যাম বেনেগাল! ট্রেলারে ভিজুয়াল ইফেক্টস, বঙ্গবন্ধুর মেকআপ-গেটআপ ইত্যাদি নিয়ে সমালোচনার ঝড় বইতে শুরু করে। যার প্রেক্ষিতে নতুন করে ভিএফএক্সের দিকে মনোযোগ দেয় কর্তৃপক্ষ। শুধু ভিএফএক্সেই নয়। ছবিটির বিভিন্ন দৃশ্য ফের শুট করা হচ্ছে।
প্রসঙ্গত, বায়োপিকে বঙ্গবন্ধুর চরিত্রে অভিনয় করছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার জয়ী অভিনেতা আরিফিন শুভ। প্রধানমন্ত্রী শেখ হাসিনার চরিত্রে রয়েছেন নুসরাত ফারিয়া। এ ছাড়া তাজউদ্দীন আহমদের চরিত্রে ফেরদৌস আহমেদ এবং বঙ্গবন্ধুর স্ত্রী বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিবের চরিত্রে নুসরাত ইমরোজ তিশা অভিনয় করছেন। অন্যান্য চরিত্রে অভিনয় করছেন খায়রুল আলম সবুজ, দিলারা জামান, সায়েম সামাদ, শহীদুল আলম সাচ্চু, প্রার্থনা ফারদিন দীঘি, রাইসুল ইসলাম আসাদ, গাজী রাকায়েত, তৌকীর আহমেদ, সিয়াম আহমেদ, মিশা সওদাগর, এলিনা শাম্মী।