স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ২২ সেপ্টেম্বর, ২০২২ ০৬:৫১ পূর্বাহ্ন | দেখা হয়েছে ৩২০ বার
দক্ষিণ এশিয়ার শ্রেষ্ঠত্বের শিরোপা সাফ ট্রফি হাতে নিয়ে ফিরেছে বাংলার মেয়েরা। ছাদখোলা বাসে শুভেচ্ছার বৃষ্টিতে সিক্ত হয়েছেন তারা। বিমানবন্দর থেকে ছাদখোলা বাসে করে তাদের নেয়া হয় বাফুফের ভবনে। এ সময় হিমালয় জয় করা বাঘিনীদের ফুল দিয়ে অভিনন্দন জানানো হয়।
বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন ভবনের দুই তলায় সাবিনাদের ফুলের তোড়া দিয়ে অভিনন্দন জানান।
তবে হিমালয় জয় করে আনা শিরোপা যে ভবনে থাকবে, সেই ভবনে কোনো আলোকসজ্জা করা হয়নি। ব্ড্ড বেরঙিন ভবনে আয়োজন করা হয় এক বিশাল সংবাদ সম্মেলন। কিন্তু ওই সংবাদ সম্মেলনে একটু বসার জায়গা হয়নি চ্যাম্পিয়ন টিমের সেনাপতি সাবিনা খাতুন ও কোচ গোলাম রব্বানী ছোটনের।
ঘরে ফিরেই কিনা অবহেলার শিকার দক্ষিণ এশিয়ার শ্রেষ্ঠত্বের মুকুট জেতা মেয়েরা!
সংবাদ সম্মেলনে বসেছিলেন বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন, সহসভাপতি আবদুস সালাম মুর্শেদী, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল। এদের পেছনে অন্যান্যদের সঙ্গে দাঁড়িয়েছিলেন সাবিনা ও ছোটন। এ ঘটনার পর সামাজিক মাধ্যমে শুরু হয়েছে সমালোচনা।
নেটিজেনরা বলছেন, যাদের জন্য আজকের এই উৎসবের আয়োজন, যাদের জন্য এই আনন্দের উপলক্ষ্য, তারাই একটু বসতে পারলো না? এ কেমন আয়োজন বাফুফের।
কনশাস কনজ্যুমার্স সোসাইটির প্রধান পলাশ মাহমুদ নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টে লিখেন, ‘কিয়েক্টাবস্থা, সামনের সারির মানুষগুলো অনেক কষ্ট করে খেলে সাফ জিতেছেন। নারী টিমের নতুন মুখগুলোকে অভিনন্দন। ’