ঢাকা, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

দেড় মাস পর বসেছেন আপিল বিভাগ

ডেস্ক রিপোর্ট


প্রকাশ: ১৬ অক্টোবর, ২০২২ ১১:০৬ পূর্বাহ্ন | দেখা হয়েছে ২৭৭ বার


দেড় মাস পর বসেছেন আপিল বিভাগ

অবকাশ শেষে ৪৪ দিন পর রোববার (১৬ অক্টোবর) থেকে দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টের আপিল ও হাইকোর্ট বিভাগ বিচারিক কার্যক্রমে ফিরেছেন। গত ২ সেপ্টেম্বর থেকে সুপ্রিম কোর্টে অবকাশকালীন ছুটি শুরু হয়।

 

 

সুনির্দিষ্ট বিচারিক এখতিয়ার দিয়ে গঠিত ৫৫ বেঞ্চে শুনানির জন্য মামলার কার্যতালিকা রোববার থেকে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে প্রকাশ করা হয়েছে। এদিনের কার্যতালিকায় শুনানির জন্য এক হাজার ৬৫৮টি মামলা রয়েছে।

 

 

এদিন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী এবং সুপ্রিম কোর্টের বিচারপতিরা আইনজীবীদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। মূল ভবনের ভেতরের লনে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হবে।


   আরও সংবাদ