ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ২০ অক্টোবর, ২০২২ ১৬:২০ অপরাহ্ন | দেখা হয়েছে ২৯৩ বার
ক্যাসিনোকাণ্ডে আলোচিত ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের বহিষ্কৃত সভাপতি ইসমাইল হোসেন চৌধুরী সম্রাট উন্নত চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার অনুমতি
চেয়ে আদালতে আবেদন করেছেন। আদালত তার বিদেশ যাওয়ার বিষয়ে কোনো আদেশ দেননি।
বৃহস্পতিবার (২০ অক্টোবর) আইনজীবীর মাধ্যমে জামিন স্থায়ীকরণ, পাসপোর্ট ফেরত ও উন্নত চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার অনুমতি চেয়ে আবেদন
করেন সম্রাট।
ঢাকার বিশেষ জজ আদালত-৬ এর বিচারক আল আসাদ মো. আসিফুজ্জামানের আদালতে সম্রাটের বিরুদ্ধে দায়ের হওয়া মামলায় অভিযোগ গঠন শুনানির
দিন ধার্য ছিল।
সম্রাটের আইনজীবী আফরোজা শাহনাজ পারভীন হিরা সাংবাদিকদের এসব তথ্য জানান।
তিনি বলেন, আদালত অভিযোগ গঠনের শুনানির জন্য ৮ নভেম্বর দিন ধার্য করেছেন। ওই দিন পর্যন্ত সম্রাটের জামিনও মঞ্জুর করেছেন আদালত। তবে পাসপোর্ট ও বিদেশ যাওয়ার আবেদনের বিষয়ে কোনো আদেশ দেননি।
গত ২২ আগস্ট ঢাকার বিশেষ জজ আদালত-৬ এর বিচারক আল আসাদ মো. আসিফুজ্জামান ১০ হাজার টাকা মুচলেকায় সম্রাটের জামিন মঞ্জুর করেন। ওই দিন অসুস্থ বিবেচনায় ১৯ সেপ্টেম্বর পর্যন্ত তার জামিন মঞ্জুর করেন আদালত।