ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ২৫ অক্টোবর, ২০২২ ০৯:৫৭ পূর্বাহ্ন | দেখা হয়েছে ৪১৩ বার
দুর্নীতি দম কমিশনের (দুদক) মামলায় ওয়ান ব্যাংকের ১২ আসামির মধ্যে ৯ কর্মকর্তাকে গ্রেপ্তারের নির্দেশ দিয়েছে হাইকোর্ট।
সোমবার (২৪ অক্টোবর) ব্যাংকটির গুলশান শাখার প্রিন্সিপাল অফিসার এমরান হোসেনের জামিন আবেদন খারিজ করেন হাইকোর্টের বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি খিজির হায়াতের বেঞ্চ এ আদেশ দেন।
এ মামলায় বাকি তিন আসামির একজন কারাগারে ও দুইজন জামিনে আছেন।
আদালতে রাষ্ট্র পক্ষের শুনানিতে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন মানিক। দুদকের পক্ষে শুনানিতে ছিলেন সিনিয়র আইনজীবী মো. খুরশীদ আলম খান ও অ্যাডভোকেট চৌধুরী নাসিমা। আসামি পক্ষের শুনানিতে ছিলেন আইনজীবী মো. আব্দুর রাজ্জাক রাজু।
দুদকের জ্যেষ্ঠ আইনজীবী মো. খুরশীদ আলম খান বলেন, ওয়ান ব্যাংকের কর্মকর্তারা এখনো গ্রেপ্তার হয়নি। তারা কেন গ্রেপ্তার হননি জানতে চেয়েছেন আদালত।
এ আদেশের বিষয়ে চৌধুরী নাসিমা সাংবাদিকদের বলেন, মামলাটি জামিনের জন্য ছিল। যারা এখনও গ্রেপ্তার হয়নি বা আত্মসমর্পণ করেনি। তাদের বিষয়ে ব্যবস্থা নিতে বলা হয়েছে।
প্রতারণা ও জালিয়াতির মাধ্যমে চারটি বিমা কোম্পানির প্রায় সাড়ে ১১ কোটি টাকা আত্মসাৎ ও পাচারের অভিযোগে ওয়ান ব্যাংকের সাত কর্মকর্তাসহ ১২ জনের বিরুদ্ধে মামলা করে দুদক।
আসামিরা হলেন- ওয়ান ব্যাংকের ফার্স্ট অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট শফিউল আলম, সিনিয়র অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট বিমলেন্দু চৌধুরী, অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট অ্যান্ড রিলেশনশিপ ম্যানেজার মুনতাসির রহমান সিদ্দিকী, এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ফয়সাল আদিল, জুনিয়র অফিসার মো. শামিম।