ঢাকা, মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

শিয়া মাজারে হামলায় নিহত ১৫, আহত ৪০

ডেস্ক রিপোর্ট


প্রকাশ: ২৭ অক্টোবর, ২০২২ ১১:২৭ পূর্বাহ্ন | দেখা হয়েছে ৪১৮ বার


শিয়া মাজারে হামলায় নিহত ১৫, আহত ৪০

ইরানের শিরাজ শহরের একটি শিয়া মাজারে হামলা চালিয়েছে বন্দুকধারীরা। এ হামলায় ১৫ জন নিহত এবং আরও ৪০ জন আহত হয়েছে। ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম ইরনা এ তথ্য জানিয়েছে। 

 

খবরে বলা হয়েছে, বুধবার (২৬ অক্টোবর) সন্ধ্যার দিকে শাহ চেরাগ মাজারে এই হামলার ঘটনা ঘটে। তিন জন বন্দুকধারী মাজারের ভেতরে ঢুকে হামলা চালায়। দুই জন হামলাকারীকে আটক করা হয়েছে। একজন এখনো পলাতক রয়েছে।

 

তবে কারা এই হামলা চালিয়েছে তা এখনো স্পষ্ট নয়। যদিও ইরনা জানিয়েছে, হামলাকারীরা ‘তাকফিরি সন্ত্রাসীদের’ মতো আচরণ করেছে। ইসলামিক স্টেটের জঙ্গিদের বোঝাতে এই শব্দ ব্যবহার করা হয়ে থাকে।

 

হামলার সময় তীর্থযাত্রীরা শিয়াদের পবিত্র স্থানটি দেখতে যাচ্ছিলেন। নাম প্রকাশে অনিচ্ছুক নিরাপত্তা সূত্র ফার্স নিউজকে জানিয়েছে, বন্দুকধারীরা মন্দিরে  প্রবেশ করার পর কালাশনিকভ রাইফেল দিয়ে গুলি চালায়।

 

নিহতদের মধ্যে একজন নারী ও দুই শিশু রয়েছে বলে জানা গেছে। এ ঘটনায় দুই বন্দুকধারীকে গ্রেফতার করা হয়েছে। তবে হামলাকারী তৃতীয় জনকে এখনও গ্রেফতার করা যায়নি। তার খোঁজে তল্লাশি চলছে।

 

ইরানের একাধিক সংবাদ সূত্র এই হামলাকে ‘তাকফিরি’ বা চরমপন্থিদের ‘সন্ত্রাসী অভিযান’ বলে অভিহিত করেছেন। তাকফিরি শব্দটি সুন্নি ইসলামিক গোষ্ঠীগুলিকে বোঝায়। যারা মূলত হিংসাত্মকভাবে প্রতিদ্বন্দ্বী সম্প্রদায়কে লক্ষ্য করে হামলা চালায়। এই ক্ষেত্রে, শিয়া সম্প্রদায়কে টার্গেট করে থাকে চরমপন্থিরা।

 

উল্লেখ্য, শাহচেরা শিয়াদের একটি পবিত্র স্থান। খ্রিস্টীয় দশম শতাব্দীতে নির্মিত হয় এই মাজার। মাজারটিতে মূলধারার শিয়া ইসলামের সপ্তম ইমাম মুসা আল-কাজিমের পুত্রদের সমাধি রয়েছে।


   আরও সংবাদ