ঢাকা, মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

ইরানের বিক্ষোভের সমর্থনে রাস্তায় সস্ত্রিক ট্রুডো

ডেস্ক রিপোর্ট


প্রকাশ: ৩১ অক্টোবর, ২০২২ ১৪:০৪ অপরাহ্ন | দেখা হয়েছে ৪১০ বার


ইরানের বিক্ষোভের সমর্থনে রাস্তায় সস্ত্রিক ট্রুডো

ইরানে বিক্ষোভকারীদের প্রতি তাদের সমর্থন প্রদর্শনের জন্য অন্যান্য বিক্ষোভকারীদের সঙ্গে মিছিলে যোগ দিলেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো ও তার স্ত্রী। শনিবার অটোয়ার রাস্তায় মিছিলে অংশগ্রহণ করতে দেখা যায় তাদের।

কানাডিয়ান সংবাদমাধ্যম সিটিভির খবরে বলা হয়েছে, ট্রুডো এবং সোফি গ্রেগোয়ার ট্রুডোর উপস্থিতিতে অটোয়ায় এই বিক্ষোভটি শনিবার ইরানের বিক্ষোভের সমর্থনে অনুষ্ঠিত হয়েছিল।

গত সেপ্টেম্বরে পুলিশ হেফাজতে থাকা অবস্থায় ২২ বছর বয়সী মাশা আমিনির মৃত্যু হয়। পুলিশ জানিয়েছে যে, হৃদরোগের কারণে কুর্দি ওই তরুণীর মৃত্যু হয়েছে। 

তবে মাশা আমিনির পরিবারের অভিযোগ, অতিরিক্ত প্রহারের কারণে তার মৃত্যু হয়েছে। তাকে হিজাব না পরার কারণে গ্রেফতার করা হয়েছিল।

এই ঘটনার পর থেকে কয়েক সপ্তাহ ধরে বিক্ষোভ চলে আসছে ইরানে। কয়েকটি মানবাধিকার সংস্থা দাবি করেছে যে, বিক্ষোভ নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে অনেকে নিহত হয়েছেন।

শনিবার ইরানের রেভোলিউশনারি গার্ডের প্রধান হোসেইন সালামি বিক্ষোভকারীদের সতর্ক করে দিয়ে বলেছেন, তারা যেন আর কোনো বিক্ষোভ না করেন।


   আরও সংবাদ