ঢাকা, মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

দক্ষিণ কোরিয়ায় পদদলিত হয়ে মৃত ১৫১ : তদন্তের প্রতিশ্রুতি

ডেস্ক রিপোর্ট


প্রকাশ: ৩১ অক্টোবর, ২০২২ ১৭:৫৫ অপরাহ্ন | দেখা হয়েছে ৪৩৪ বার


দক্ষিণ কোরিয়ায় পদদলিত হয়ে মৃত ১৫১ : তদন্তের প্রতিশ্রুতি

দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলে হ্যালোইন উৎসব উদযাপনের জন্য সমবেত হওয়া বিপুল জনতার ভিড়ে চাপা পড়ে ১৫১ জন মৃতের ঘটনা পুঙ্খানুপুঙ্খ তদন্তে হবে বলে দেশটির প্রধানমন্ত্রী হান-ডাক-সু প্রতিশ্রুতি দিয়েছেন।

সোমবার দেশটির কর্মকর্তারা বলেছেন, মৃতের সংখ্যা বেড়ে ১৫৪ হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরো ১৪৮ জন, যাদের মধ্যে ৩৩ জনের অবস্থা গুরুতর।

দেশটির প্রধানমন্ত্রী হান দুর্যোগের বিষয়ে সরকারি কর্মকর্তাদের সাথে আলোচনাকালে বলেন, সরকার এই দুর্ঘটনার কারণ সম্পর্কে একটি পুঙ্খানুপুঙ্খ তদন্ত করবে এবং প্রয়োজনীয় প্রাতিষ্ঠানিক সকল ব্যবস্থা নেবে যাতে এই ধরনের দুর্ঘটনার পুনরাবৃত্তি না হয়।


উল্লেখ্য, কোভিড মহামারীর পর দেশটিতে এবারই প্রথমবারের মতো উন্মুক্ত স্থানে হ্যালোইন উদযাপন হচ্ছে।

এক খবরে বলা হয়, স্থানীয় সময় রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় একজন ফায়ার সার্ভিস কর্মকর্তা জানিয়েছেন, ওই এলাকার একটি পাহাড়ের ওপর দিকে থাকা লোকেরা নিচে পড়ে গেলে একটি সরু গলিতে থাকা বিপুল সংখ্যক মানুষের মধ্যে হুড়োহুড়ির সৃষ্টি হয়।

তবে কর্তৃপক্ষ বলছে, ঠিক কী কারণে এই ঘটনা ঘটলো তা তারা এখনো জানার চেষ্টা করছে।


একজন প্রত্যক্ষদর্শী বলেন, ওই এলাকায় হাজার হাজার লোকের ভিড় জমে গিয়েছিল এবং ভিড়ে চাপা পড়া থেকে বাঁচতে তারা বড় রাস্তায় বেরিয়ে এসেছিলেন।

সূত্র : আলজাজিরা


   আরও সংবাদ