ঢাকা, শুক্রবার, ২৫ অক্টোবর ২০২৪,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

বহিরাগত শিক্ষার্থীর সঙ্গে অশোভন আচরণ, ঢাবি শিক্ষার্থী বহিষ্কার

ডেস্ক রিপোর্ট


প্রকাশ: ৫ নভেম্বর, ২০২২ ১৫:০১ অপরাহ্ন | দেখা হয়েছে ৩৮৮ বার


বহিরাগত শিক্ষার্থীর সঙ্গে অশোভন আচরণ, ঢাবি শিক্ষার্থী বহিষ্কার

বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর সঙ্গে আইন-শৃঙ্খলা পরিপন্থী ও অশোভন আচরণ করায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে সাময়িক বহিস্কার করা হয়েছে। অশোভন আচরণ করে বিশ্ববিদ্যালয়ের মর্যাদা ক্ষুন্ন করায় তার বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হলো।  

বহিস্কৃত শিক্ষার্থীর নাম মো. নাজমুল আলম ওরফে জিম নাজমুল। তিনি বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের ৪র্থ বর্ষের শিক্ষার্থী।

আজ শনিবার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ অধিদপ্তর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। এছাড়া কৃত অপরাধের জন্য কেন নাজমুল আলমকে বিশ্ববিদ্যালয় থেকে স্থায়ী বহিস্কার করা হবে না-এই মর্মে সাত কার্যদিবসের মধ্যে কারণ দর্শাতে আদেশ দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।  

এর আগে, গত মঙ্গলবার মধ্যরাতের পর বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে ঐ শিক্ষার্থীকে মারধর করার অভিযোগ ওঠে নাজমুল আলমের বিরুদ্ধে। এই ঘটনায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে লিখিত অভিযোগ করেন ভুক্তভোগী।


   আরও সংবাদ