ঢাকা, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

জুডিশিয়ারি ফেল করলে গণতন্ত্র ফেল করবে : প্রধান বিচারপতি

ডেস্ক রিপোর্ট


প্রকাশ: ১৮ নভেম্বর, ২০২২ ০০:২৭ পূর্বাহ্ন | দেখা হয়েছে ২৮৯ বার


জুডিশিয়ারি ফেল করলে গণতন্ত্র ফেল করবে : প্রধান বিচারপতি

প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী বলেছেন, জুডিশিয়ারি ফেল করলে গণতন্ত্র ফেল করবে। তাই আসুন ক্ষমতার ভারসাম্য রক্ষার জন্য জুডিশিয়ারিকে শক্তিশালী করি।

বৃহস্পতিবার (১৭ নভেম্বর) সন্ধ্যায় সুপ্রিম কোর্ট বার মিলনায়তনে বাগেরহাটের পিসি কলেজের সাবেক ছাত্রদের পক্ষ থেকে দেওয়া সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

 

হাসান ফয়েজ সিদ্দিকী বলেন, আইনের শাসন প্রতিষ্ঠা করতে গেলে আদালতের প্রতি সবার শ্রদ্ধাবোধ থাকতে হবে। জুডিশিয়ারিকে গতিশীল করতে হবে। আমি বার বার বলি যদি জুডিশিয়ারি ফেল করে গণতন্ত্র ফেল করবে। আর গণতন্ত্র ফেল করলে রাষ্ট্র অকার্যকর হবে।

 

প্রধান বিচারপতি বলেন, আমাদের পরাজয় মেনে নেওয়ার মানসিকতা থাকতে হবে। মনে রাখবেন পরাজয়ই জয়ী করার পথ সুগম করে। আমাদের ভাবতে হবে যে, বাংলাদেশের অধিকাংশ মানুষ গ্রাম থেকে উঠে আসা। আমাদের উচিত তাদের কম খরচে বিচার দেওয়া। সবার সহযোগিতা ছাড়া জুডিশিয়ারিকে একা এগিয়ে নেওয়া সম্ভব নয়।

 

পিসি কলেজিয়ান এলামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি বেগ মাহতাব উদ্দিনের সভাপতিত্বে সংবর্ধনা কমিটির আহ্বায়ক আইনজীবী শেখ আলী আহমেদ খোকনের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা ড. মসিউর রহমান, হাইকোর্ট বিভাগের বিচারপতি মো. রেজাউল হক, বিচারপতি শেখ আব্দুল আউয়াল, অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন, জাতীয় সংসদের সাবেক স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির সভাপতি মোমতাজ উদ্দিন ফকির, আইনজীবী সমিতির সম্পাদক আব্দুন নূর দুলাল, আয়োজক সংগঠনের উপদেষ্টা অধ্যাপক মাজাফফর হোসেন, সাধারণ সম্পাদক মহিদুল ইসলাম প্রমুখ।


   আরও সংবাদ