ঢাকা, মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

ইন্দোনেশিয়ায় ভেঙে পড়েছে স্কুল : ধ্বংসস্তূপে এখনও আটকে আছে বহু মানুষ

ডেস্ক রিপোর্ট


প্রকাশ: ২২ নভেম্বর, ২০২২ ১১:২৬ পূর্বাহ্ন | দেখা হয়েছে ৩০৭ বার


ইন্দোনেশিয়ায় ভেঙে পড়েছে স্কুল : ধ্বংসস্তূপে এখনও আটকে আছে বহু মানুষ

ইন্দোনেশিয়ার প্রধান দ্বীপ জাভায় ভূমিকম্পে কমপক্ষে ১৬২ জন নিহত এবং শত শত মানুষ আহত হয়েছে বলে জানিয়েছেন আঞ্চলিক গভর্নর রিদওয়ান কামিল।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএসের তথ্য অনুযায়ী, ৫ দশমিক ৬ মাত্রার ভূমিকম্পটি পশ্চিম জাভার সিয়ানজুর শহরে আঘাত হানে। ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে।

বহু লোককে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে এবং অনেককে বাইরে চিকিৎসা দেওয়া হয়েছে। ধসেপড়া ভবনের নিচে আটকেপড়া লোকজনকে বাঁচানোর জন্য উদ্ধারকারীরা কাজ করছে।


আহত কাউকে উদ্ধার করা হলেই তাকে নিয়ে হাসপাতালের পথে ছুটছেন অনেকে। স্বজনদের কান্না আর আহাজারিতে ভারী হয়ে উঠেছে সিয়ানের পরিবেশে।

পশ্চিম জাভার গভর্নর রিদওয়ান কামিল বলেন, নিহতদের মধ্যে শিশুরাও রয়েছে। ভূমিকম্পের ফলে আইসোলেটেড হয়ে পড়া লোকজন যেন আরও দুর্ঘটনার মধ্যে না পড়েন সে বিষয়ে সতর্কও করেন তিনি।

মঙ্গলবার সকাল থেকে উদ্ধার কাজে অংশ নিয়েছে আরও কয়েকশ পুলিশ সদস্য। আনতারা নিউজ এজেন্সিকে এ তথ্য জানিয়েছেন দেশটির ন্যাশনাল পুলিশের মুখপাত্র দেদি প্রসেতিও। ভুক্তভোগীদের উদ্ধার করাই এখন তাদের প্রধান কাজ বলে জানান পুলিশ।


   আরও সংবাদ