ঢাকা, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

শক্তিশালী আর্জেন্টিনাকে হারিয়ে আরবদের বিশ্বকাপ যাত্রা শুরু

স্পোর্টস ডেস্ক


প্রকাশ: ২২ নভেম্বর, ২০২২ ১৮:১৪ অপরাহ্ন | দেখা হয়েছে ৩৯৭ বার


শক্তিশালী আর্জেন্টিনাকে হারিয়ে আরবদের বিশ্বকাপ যাত্রা শুরু

বিশ্বকাপের গ্রুপ পর্বেই হোচট খেলো শিরোপা প্রত্যাশী আর্জেন্টিনা। নিজেদের প্রথম ম্যাচে সৌদি আরবের কাছে ২-১ গোলে হারলো মেসি বাহিনী। এরআগে, বিশ্বকাপে মাঠে নেমেই গোল করেন মেসি, গড়লেন রেকর্ডও। এরপর আরও তিনবার বল জালে পাঠায় তার দল।

 

অফসাইডের কারণে একটিও গোল হিসেবে ধরা হয়নি। বিরতির পর বাজিমাত করলো সৌদি আরব। পাঁচ মিনিটের মধ্যেই দুই গোল দিয়ে বিস্ময়ের জন্ম দেয় দলটি। একইসঙ্গে জয় নিয়ে রেকর্ডও গড়ে তারা।

 

মঙ্গলবার কাতার বিশ্বকাপের ‘সি’ গ্রুপের ম্যাচে লুসাইল স্টেডিয়ামে র‌্যাংকিংয়ের তিনে থাকা আর্জেন্টিনাকে ২-১ ব্যবধানে হারিয়েছে ৫১তম স্থানে থাকা সৌদি আরব। আলবেসিলেস্তেদের বিপক্ষে এটিই প্রথম জয় দলটির। একইসঙ্গে আর্জেন্টিনার টানা ৩৬ ম্যাচের অপরাজিত দৌড় থামিয়ে দেয় তারা। এর আগে চারবারের দেখায় ২ ম্যাচ হার ও ২ ম্যাচে ড্র করে সৌদি আরব।

 

গ্রুপ পর্বে সৌদি আরবের বিপক্ষে ম্যাচ দিয়ে আর্জেন্টিনার বিশ্বকাপ মিশন শুরু হয়। সেই ম্যাচে সৌদি আরবের বিপক্ষে মাত্র ১০ মিনিটেই লিড নেয় আর্জেন্টিনা। সেটাও দলের প্রাণভোমরা লিওনেল মেসির গোলে।

 

পেনাল্টি নিয়ে সম্প্রতি অনেক দুর্নাম থাকলেও আর্জেন্টাইন ফরোয়ার্ড আজ কোনো ভুল করেননি। স্পট কিক থেকে ঠান্ডা মাথায় আলতো ছোঁয়ায় বা প্রান্ত দিয়ে পরাস্ত করেন সৌদি আরব গোলরক্ষককে।  এরপর আরবরা চাপাতে থাকলে আক্রমণ ঠিক রাখে আর্জেন্টিনা। ম্যাচের ২২ মিনিটে একা বল নিয়ে সৌদি গোল রক্ষককে ফাঁকি দিয়ে বল জালে জড়ালেও অফসাইডে তা বিফল হয়। মেসি প্রেমিকরা আশাহত হয়। ম্যাচের ২৭ ও ৩৪ মিনিটে মেসির অ্যাসিস্ট থেকে মার্টিনেজ জোড়া গোল বঞ্চিত হন অপসাইডের ফ্ল্যাগ উচিয়ে ধরলে ।

 

 

ম্যাচজুড়ে একের পর এক আক্রমণ করে সৌদির রক্ষণভাগের পরীক্ষা নেয় আর্জেন্টিনা। তবে গোলপোস্টে দেয়াল হয়ে দাঁড়িয়ে থাকা মোহামেদ আল ওয়াইসকে ফাঁকি দিতে পারেনি তারা।  

 

যেখানে প্রথমার্ধ শেষে ১-০ গোল ব্যবধানে এগিয়ে ছিল আর্জেন্টাইনরা। যদিও সৌদির জালে ৪ বার বল জড়িয়েছিল তারা। তবে অফসাইডের কারণে তিনবারই গোল বাতিল হয়।

 

এদিকে প্রথমার্ধে ডিফেন্সিভ মুডে খেলা সৌদি বিরতির পর নতুন কৌশল নিয়ে মাঠে নামে। খেলার শুরুতে ৪-৫-১ পজেশনে খেলা আরবীয়রা দ্বিতীয়ার্ধে মাঠে নামে ৪-৪-১-১ পজেশনে। আর তাতে আক্রমণ বাড়ানোর ইঙ্গিতই দিয়ে রেখেছিল সৌদি আরব।

 

দলটির ফুটবলাররাও কোচের চাওয়া পূর্ণ করেছে। বিরতির পর মাঠে নেমে তিন মিনিটের মধ্যে আর্জেন্টিনার জালে বল জড়ায়। খেলার ৪৮তম মিনিটে আলবিরাকানের অ্যাসিস্টে সৌদিকে ম্যাচে সমতায় ফেরান আল শেহরি। এর ঠিক পাঁচ মিনিট পরে দুর্দান্ত, দর্শনীয় এক গোল দিয়ে সৌদিকে এগিয়ে দেন আল দাউসারি।

 

ম্যাচের ৫৩তম মিনিটে মাঝমাঠ থেকে একাকী বল টেনে ডি-বক্সের বাম পাশ থেকে দুর্দান্ত এক শটে বল জালে জড়ান দাউশারি।

 

এরপর আক্রমণের ধার বাড়ালেও ডি মারিয়া ও মেসিরা জালের র দেখা পায়নি। সেই সঙ্গে দলে পরিবর্তন নিয়ে ছক সাজিয়ে আক্রমণ সানালেও সৌদির রক্ষণ ভাঙএত পারেনি আর্জেন্টিনা। শেষ বাশি বাজার সঙ্গে হতাশায় ডুবে মাঠ ছাড়ে আলবেসেলেস্তরা।আর জয়ের উল্লাস ছিলো সৌদি আরব শিবিরে।


   আরও সংবাদ