ঢাকা, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

হেক্সাজয়ের মিশনে ব্রাজিলের শুভ সূচনা

স্পোর্টস ডেস্ক


প্রকাশ: ২৫ নভেম্বর, ২০২২ ০৭:০৬ পূর্বাহ্ন | দেখা হয়েছে ৩৬৯ বার


হেক্সাজয়ের মিশনে ব্রাজিলের শুভ সূচনা

খেলার শুরু থেকেই নামের প্রতি তেমন একটা সুবিচার করতে পারছিলো না ব্রাজিল। প্রথমার্ধে প্রতিপক্ষ সার্বিয়ার রক্ষণে হানা দিয়ে বেশকয়েকটি সুযোগ তৈরি করেও ব্যর্থ হয় সেলেসাওরা। কিন্তু দ্বিতীয়ার্ধে অপ্রতিরোধ্য হয়ে ওঠে তিতের শিষ্যরা। রিশার্লিসনের জোড়া গোলে হেক্সাজয়ের মিশনে শুভ সূচনা করে ব্রাজিল।

 

বৃহস্পতিবার লুসাইল স্টেডিয়ামে 'জি' গ্রুপের ম্যাচে সার্বিয়াকে ২-০ গোলে হারিয়েছে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল। গোলশূন্য প্রথমার্ধের পর দ্বিতীয়ার্ধেই জোড়া গোল করেন রিশার্লিসন। যার মধ্যে দ্বিতীয় গোলটি করেছেন অসাধারণ নৈপূণ্যে।

 

বল দখলে শুরু থেকেই এগিয়ে থাকলেও, প্রথমার্ধে তেমন উত্তাপ ছড়াতে পারেনি নেইমার-ভিনিসিউসরা। তবুও কয়েকটি সুযোগ তৈরি করেছিলো হলুদ শিবির। ২৭তম মিনিটে প্রথম সহজ সুযোগ পায় ব্রাজিল। চিয়াগো সিলভার বাড়ানো বল নিয়ন্ত্রণে নিতে ব্যর্থ হন ভিনিসিউস। 

 

সাত মিনিট পর রাফিনিয়ার দূর্বল শট হতাশ করে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের। প্রথমার্ধের শেষ দিকে সার্বিয়ান ডিফেন্ডার নিকোলা মিলেনকোভিচের প্রাচীর ভেদ করতে পারেননি ভিনিসিউস।

 

বিরতি থেকে ফিরেই প্রতিপক্ষের ভুলে সুযোগ পেয়েছিলো ব্রাজিল। কিন্তু সার্বিয়ান গোলরক্ষক বরাবর শট নিয়ে হতাশ করেন রাফিনিয়া।

 

অবশেষে ৬২তম মিনিটে প্রথম সাফল্য পায় ব্রাজিল। দারুণ নৈপূণ্যে প্রতিপক্ষের চ্যালেঞ্জ সামলে বক্সে ঢোকেন নেইমার। তার কাছ থেকে বল যায় ভিনিসিউসের পায়ে। শট নেন তিনি। কিন্তু গোলরক্ষক ঝাঁপিয়ে ফেরালে বল পান রিশার্লিসন। তা থেকেই লিড এনে দেন তিনি। 

 

৭৩তম মিনিটে অসাধারণ নৈপুণ্যে ব্যবধান দ্বিগুণ করেন রিশার্লিসন। বাঁ দিক থেকে সাইড ফুট ক্রস বাড়ান ভিনিসিউস। আলতো টোকায় বল উপরে তুলে শরীরটকে শূন্যে ভাসিয়ে দুর্দান্ত ওভারহেড কিকে ঠিকানা খুঁজে নেন টটেনহ্যাম হটস্পার ফরোয়ার্ড। জাতীয় দলের হয়ে এটি তার ১৯তম গোল।

 

আট মিনিট পর কাসেমিরোর শট পোস্টে বাধা পেয়ে ফিরে আসলে, গোল ব্যবধান বাড়াতে ব্যর্থ হয় ব্রাজিল।

 

শেষ দিকে একের পর এক আক্রমণ শানাতে থাকে সার্বিয়া। কিন্তু ব্রাজিল রক্ষণ ভাঙতে ব্যর্থ হলে, ২-০ ব্যবধানে জয় নিয়ে উল্লাসে মাতে সেলেসাওরা। 

 

এর আগে একই গ্রুপের ম্যাচে ক্যামেরুনকে ১-০ গোলে হারিয়েছে সুইজারল্যান্ড। গোল ব্যবধানে এগিয়ে থাকায়, গ্রুপ টেবিলের শীর্ষে আছে ব্রাজিল। দুই নম্বরে আছে সুইজারল্যান্ড। তিন নম্বরে ক্যামেরুন ও চার নম্বরে আছে সার্বিয়া।


   আরও সংবাদ