ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ২৫ নভেম্বর, ২০২২ ১৮:২০ অপরাহ্ন | দেখা হয়েছে ৪১৮ বার
গোটা ম্যাচ জুড়ে ওয়েলসের ওপর ছড়িয়ে ঘুরিয়েছে ইরান। একের পর এক আক্রমণ করেই যাচ্ছিল। ঘটনা বহুল এক ম্যাচে ওয়েলসকে হারিয়ে জয় তুলে নিলো ইরান। সেই সঙ্গে নক আউটের স্বপ্ন টিকে থাকল ইরানিয়ানদের।
এর আগে দুই দুটি শট গোলপোস্টে লেগে ফিরে আসে ইরানের। তবে নিজেদের আক্রমণ ঠিক রেখে ম্যাচের শেষ পর্যন্ত অপেক্ষা। নির্ধারিত সময় শেষে যোগ করা অতিরিক্ত সময়ের ৮ম আর ১১ম মিনিটে দুই গোল করে জয় নিশ্চিত করে ইরান।
ইরানের হয়ে গোল দুটি করে যথাক্রমে রুজবেহ চেসমি এবং রামিন রেজায়েন। এর আগে কাতার বিশ্বকাপে প্রথম খেলোয়াড় হিসেবে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন ওয়েলস গোলরক্ষক হেনেসি। ডি বক্সের বাইরে উঠে এসে ইরানের ফরোয়ার্ডকে ফাউল করলে প্রথমে রেফারি হলুদ কার্ড দেখান। এরপর ভিএআর দেখে লাল কার্ড দেখান হেনেসিকে।
এ জয়ে শেষ ষোলোয় ওঠার আশা টিকে রইল ইরানের। আগের ম্যাচে যুক্তরাষ্ট্রের সঙ্গে ড্র করা ওয়েলস ইরানের কাছে হেরে অনেকটাই বিদায়ের পথে।
আহমেদ আলী বিন স্টেডিয়ামের ম্যাচটি দুই দলের জন্যই ছিল ঘুরে দাঁড়ানোর। গ্যারেথ বেলের পেনাল্টি গোলে যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনোমতে ড্র নিয়ে মাঠ ছেড়েছিল ওয়েলস। আর ইরান তো ইংল্যান্ডের কাছে ৬-২ গোল বিধ্বস্তই হয়েছে। শেষ ষোলোর আশা টিকিয়ে রাখতে দ্বিতীয় ম্যাচে জয় দরকার ছিল দুই দলেরই। তবে বেশি তেতে ছিল যেন ইরানই। একে তো প্রথম ম্যাচে ইংল্যান্ডের কাছে বিধ্বস্ত হয়ে যাওয়ার দুঃস্মৃতি। তার ওপর ইরানজুড়ে চলা নারী অধিকার আন্দোলনের পক্ষে নিয়ে প্রথম দিন জাতীয় সঙ্গীতে কণ্ঠ না মেলানো নিয়ে নানামুখী চাপ।