বিনোদন ডেস্ক
প্রকাশ: ১ ডিসেম্বর, ২০২২ ১৫:২৫ অপরাহ্ন | দেখা হয়েছে ৩৫৩ বার
১০ বছর আগে সিটি করপোরেশনের ময়লার গাড়ি ভাঙচুর করার মামলায় ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) কোর্টে হাজিরা দিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বৃহস্পতিবার (১ ডিসেম্বর) সকালে মহানগর হাকিম আদালতে যান তিনি। মির্জা ফখরুলের আইনজীবী মাসুদ আহমেদ তালুকদার জানান, এ মামলায় আজ বৃহস্পতিবার অভিযোগ গঠনের দিন ধার্য ছিল। তবে অভিযোগ গঠনের তারিখ পিছিয়ে দিয়েছেন আদালত।
মাসুদ আহমেদ তালুকদার বলেন, যেসব মামলার কোনো ভিত্তি নেই, বিএনপি নেতাকর্মীদের নামে এমন গায়েবি মামলা দেয়া হচ্ছে। সরকার যখন বিপদে থাকে তখন গায়েবি মামলা দেয়া বাড়ে এবং সেসব মামলার গতিও বাড়ে। আন্দোলন দমানোর জন্য এমন গায়েবি মামলা দেয়া হচ্ছে বলে মন্তব্য করেন তিনি।