ঢাকা, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

মৃত্যুর গুঞ্জন উড়িয়ে যে বার্তা দিলেন পেলে

ডেস্ক রিপোর্ট


প্রকাশ: ৪ ডিসেম্বর, ২০২২ ০৮:৩২ পূর্বাহ্ন | দেখা হয়েছে ৪২৫ বার


মৃত্যুর গুঞ্জন উড়িয়ে যে বার্তা দিলেন পেলে

ক্যানসারের সঙ্গে লড়াই করে যাচ্ছেন ৮২ বছর বয়সী বিশ্ব ফুটবলের কিংবদন্তি খেলোয়াড় পেলে। গুরুতর অসুস্থ হয়ে পড়লে গত ২৯ নভেম্বর তাকে সাও পাওলোর আলবার্ট আইনস্টাইন হাসপাতালে ভর্তি করা হয়। কেমোথেরাপি ব্যর্থ হলে এই কিংবদন্তিকে প্যালিয়েটিভ কেয়ার ইউনিটে নেওয়া হয়। এরপর থেকেই বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে পড়ে তার মৃত্যুর গুঞ্জন। অবশেষে তিনি নিজেই উড়িয়ে দিয়েছেন মৃত্যুর গুঞ্জন। তিনি জানিয়েছেন, বিশ্বকাপে ব্রাজিলকে খেলতে দেখা তাকে শক্তি দেয়।

গণমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে তিনি বলেন, আমি অনেক আশাবাদ নিয়ে শক্ত আছি, বেঁচে আছি। আমি নিয়মিত চিকিৎসা নিচ্ছি। এ জন্য অবশ্যই ধন্যবাদ দিতে হবে মেডিকেলের ডাক্তার ও নার্সদের।

শনিবার (৩ ডিসেম্বর) দিনব্যাপী বিভিন্ন মাধ্যমে তার মৃত্যুর গুঞ্জন ছড়িয়ে পড়লে তিনি নিজেই গণমাধ্যমে বিবৃতি দেন। আর এর মধ্য দিয়ে তার ভক্ত-সমর্থকদের মধ্যে উৎকণ্ঠা দূর হয়।


এদিন বিবৃতিতে তিনি ব্রাজিল দলের সমর্থনে বার্তা দিয়ে জানান, বিশ্বকাপে ব্রাজিলের খেলা তাকে প্রচুর জীবনীশক্তি দেয়।

এরআগে হাসপাতাল কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানিয়েছিল, এখনো তার চিকিৎসা চলছে এবং তার অবস্থা স্থিতিশীল।


   আরও সংবাদ