ঢাকা, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

জিরুদ-এমবাপের গোলে শেষ আটে ফ্রান্স

স্পোর্টস ডেস্ক


প্রকাশ: ৫ ডিসেম্বর, ২০২২ ০৮:৩০ পূর্বাহ্ন | দেখা হয়েছে ৪০৮ বার


জিরুদ-এমবাপের গোলে শেষ আটে ফ্রান্স

পোল্যান্ডের বিপক্ষে আক্রমণ আর বল দখলে আধিপত্য দেখিয়ে সহজ জয় তুলে নিলো ফ্রান্স। সেই সঙ্গে কোয়ার্টার ফাইনালে নাম লেখালো গেলো আসরের বিশ্বচ্যাম্পিয়নরা। এই ম্যাচে গোল করে নতুন রেকর্ড গড়লেন অলিভিয়ে জিরুদ। ফ্রান্সের সর্বোচ্চ গোলদাতার তালিকায় থিয়েরি অঁরিকে ছাড়িয়ে এককভাবে চূড়ায় বসেন তিনি। 

 

রোববার দোহার আল থুমামা স্টেডিয়ামে শেষ ষোলোর তৃতীয় ম্যাচে পোল্যান্ডকে ৩-০ গোলে হারিয়েছে দুইবারের বিশ্বসেরা ফ্রান্স। ম্যাচে জিরুদ একটি এবং কিলিয়ান এমবাপে করেন দু'টি গোল। 

 

গ্রুপ পর্বে টানা দুই জয়ে নকআউট পর্ব নিশ্চিত করায় শেষ ম্যাচে নিয়মিতদের বসিয়ে তিউনিসিয়ার কাছে হেরে যাওয়া ফ্রান্স এদিন ৯টি পরিবর্তন নিয়ে মাঠে নামেন। এই ম্যাচের মধ্যদিয়ে ফ্রান্সের হয়ে সবচেয়ে বেশি ১৪২ ম্যাচ খেলার রেকর্ডে ১৯৯৮ বিশ্বকাপজয়ী লিলিয়ান থুরামের পাশে বসেন গোলরক্ষক উগো লরিস।

 

বল দখলে আধিপত্য রেখে খেলার চতুর্থ মিনিটেই জোরালো আক্রমণ করে ফরাসিরা। কিন্তু অঁতোয়ান গ্রিজমানের কর্নার থেকে পাওয়া বল লক্ষ্যে হেড করতে ব্যর্থ হন রাফায়েল ভারানে। এরপর থেকে ফরাসিদের নিয়মিত আক্রমণে রক্ষণ সামলাতেই ব্যস্ত থাকতে হয় পোলিশদের। 

 

খেলার ধারার বিপরীতে মাঝে মাঝে হানা দিতে থাকে পোল্যান্ড। ৪৪তম মিনিটে জিরুদের রেকর্ড গড়া গোলে লিড পায় ফ্রান্স। এমবাপের পাস ডি-বক্সে পেয়ে বাঁ পায়ের শটে দূরের পোস্ট দিয়ে ঠিকানা খুঁজে নেন এসি মিলান স্ট্রাইকার। সেই সঙ্গে ফ্রান্সের জার্সি গায়ে সর্বোচ্চ গোলদাতার রেকর্ডে থিয়েরি অঁরিকে ছাড়িয়ে যান জিরুদ। তার মোট গোল হলো ৫২টি। চলতি আসরে এটি তার তৃতীয় গোল। 

 

বিরতি থেকে ফিরে আক্রমণে ধার বাড়ায় পোলিশরা। থেমে থাকেনি ফরাসিদের আক্রমণও। দুইবারের বিশ্বচ্যাম্পিয়নদের রক্ষণ ভাঙতে পোলিশরা ব্যর্থ হলেও, ৭৪তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন এমবাপে। তার গোলে এসিস্ট করেন উসমান দেম্বেলে। 

 

নির্ধারিত সময় পেরিয়ে যোগ করা সময়ের প্রথম মিনিটে আরো একটি গোলের দেখা পান এমবাপে। থুরামের পাসে স্কোর লাইন ৩-০ করেন এই ফরোয়ার্ড। 

 

শেষ মুহূর্তে পেনাল্টি থেকে একটি গোল করে কেবল ব্যবধান কমান লেভানদোভস্কি। খেলা শেষ হয় ৩-১ ব্যবধানে। কোয়ার্টার ফাইনালের লড়াইয়ে ফরাসিরা মোকাবেলা করবে ইংল্যান্ড ও সেনেগালের মধ্যে জয়ী দলকে। 


   আরও সংবাদ