আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ১১ ডিসেম্বর, ২০২২ ১২:০২ অপরাহ্ন | দেখা হয়েছে ৩৬৬ বার
শুক্রবার রাত সাড়ে ১১টায় ভারতের তামিলনাড়ুর মমল্লপুরমে আছড়ে পড়েছে ঘূর্ণিঝড় মন্দৌস। এর প্রভাব কাটতে না কাটতে এবার নতুন করে ঘূর্ণিঝড় তৈরি হওয়ার কথা জানালো ভারতের আবহাওয়া অফিস। পরিস্থিতি অনুকূল হলে আগামী সপ্তাহে আছড়ে পড়তে পারে সেই ঘূর্ণিঝড়।
আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, আগামী ১৩ ডিসেম্বর দক্ষিণ আন্দামান সাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরির অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে।
তবে কতটা শক্তিশালী হবে সেই ঘূর্ণাবর্ত, তা থেকে ঘূর্ণিঝড় হবে কি না, এ সব বিষয়ে নজর রাখা হয়েছে।
আবহাওয়া দপ্তর আরও জানায়, ওই ঘূর্ণাবর্তটি নিম্নচাপে পরিণত হতে পারে। শক্তি বাড়িয়ে পরিণত হতে পারে ঘূর্ণিঝড়েও। সে দিকে নজর রাখছে তারা। যদিও ঘূর্ণিঝড় তৈরি হবেই- এমন কথা নিশ্চিত ভাবে কেউ বলেননি।
এর আগে, শুক্রবার গভীর রাতে তামিলনাড়ুতে আছড়ে পড়ে ঘূর্ণিঝড় মন্দৌস। ঘণ্টায় তখন তার গতি ছিল ৭৫ কিলোমিটার। তার প্রভাবে তামিলনাড়ুতে ভারী বৃষ্টি হচ্ছে। অন্ধ্রপ্রদেশের রায়লসীমাতেও মন্দৌসের প্রভাবে বৃষ্টি হয়েছে। তামিলনাড়ুতে মারা গেছে চারজন।