ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১৩ ডিসেম্বর, ২০২২ ১৪:৪১ অপরাহ্ন | দেখা হয়েছে ৪১৫ বার
জামায়াতে ইসলামী বাংলাদেশের আমির ডা. মো. শফিকুর রহমানকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইমের (সিটিটিসি)।
মঙ্গলবার গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপপুলিশ কমিশনার মো. ফারুক হোসেন।
তিনি বলেন, জামায়াতের আমির শফিকুর রহমানকে গ্রেপ্তার করেছে সিটিটিসি। এ বিষয়ে বিস্তারিত তথ্য পরে জানানো হবে।
এর আগে মঙ্গলবার (১৩ ডিসেম্বর) ভোর ৪টার দিকে রাজধানীর উত্তরার বাসা থেকে তাকে ডিবি পুলিশ নিয়ে যায় বলে জানায় পরিবার।
এ বিষয়ে ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের সেক্রেটারি ও কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদ তার ফেসবুক পোস্টে জানান, আমিরে জামায়াত ডা. শফিকুর রহমানকে গ্রেপ্তার করা হয়েছে। তবে গ্রেপ্তারের কারণ জানাননি ড. শফিকুল ইসলাম।
এদিকে জামায়াত আমিরকে গ্রেপ্তারের প্রতিবাদে মঙ্গলবার সকালে রাজধানীর মৌচাক এলাকায় বিক্ষোভ মিছিল করে দলের নেতাকর্মীরা।
উল্লেখ্য, গত ১০ ডিসেম্বর বিএনপির সঙ্গে যুগপৎ আন্দোলনের কর্মসূচি ঘোষণা করেন জামায়াত। ২৪ ডিসেম্বর থেকে তত্ত্বাবধায়ক সরকারসহ নানান দাবিতে মাঠে থাকার ঘোষণা দেয় দলটি।
এর আগে গত ৯ নভেম্বর জঙ্গি সম্পৃক্ততার অভিযোগে জামায়াত আমিরের ছেলে ডা. রাফাত সাদিক সাইফুল্লাহকে গ্রেপ্তার করে পুলিশ।
রাফাত জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের সিলেট অঞ্চলের প্রধান সমন্বয়ক ছিলেন বলে জানায় পুলিশ।