ঢাকা, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

দেশে-বিদেশে রেমিট্যান্স যোদ্ধাদের ভোগান্তি

ডেস্ক রিপোর্ট


প্রকাশ: ১৭ ডিসেম্বর, ২০২২ ১০:২০ পূর্বাহ্ন | দেখা হয়েছে ৪২৫ বার


দেশে-বিদেশে রেমিট্যান্স যোদ্ধাদের ভোগান্তি

দেশে ভোগান্তি আর প্রবাসে নির্যাতনের শিকার রেমিট্যান্স যোদ্ধারা। সামান্য স্বচ্ছলতা ফেরাতে এই প্রবাস যাত্রার পদে পদে দুর্ভোগের শেষ নেই। তারপরও প্রতিমাসে প্রায় ১ লাখ কর্মী কাজের খোঁজে যাচ্ছেন বিদেশ। সচল রাখছেন অর্থনীতি। সেখানে যেয়েও পিছু ছাড়ে না সংকট।

বাংলাদেশের অর্থনীতিকে যারা চাঙা রাখেন পাসপোর্ট সমস্যায় তাদের অনেকে বৈধ হতে পারছে না ইউরোপে। আর মধ্যপ্রাচের দেশগুলোতে থামছে না নারী কর্মীদের ওপর নির্যাতন।

ইউরোপের কথাই ধরা যাক। সেখানের দেশগুলোতে তাড়া করে ফেরে পাসপোর্ট নিয়ে জটিলতা। প্রবাসীরা জানায়, ইউরোপের দেশগুলোতে আমরা যে বৈধ হব, দেশে টাকা পয়সা পাঠাবো, পাসপোর্ট জটিলতায় এর কোন সুযোগ-সুবিধা নেই। তারা আরও জানায়, পাসপোর্ট জটিলতায় প্রায় দুই হাজার বাংলাদেশি বিপাকে আছে। তারা বৈধ উপায়ে কাজ করতে পারছে না। 

এবার চোখ দেয়া যাক মধ্যপ্রাচ্যে। সেখানকার শীর্ষ শ্রমবাজার সৌদি আরবে নারী কর্মীদের ওপর হয়রানি আর নির্যাতন দিন দিন ভয়ংকর হয়ে উঠছে।

সম্প্রতি সৌদি আরব থেকে নির্যাতনের শিকার ২৪ নারী কর্মীকে উদ্ধার করে সরকার। এরপর নিজে দেশে পা রেখে ভোগান্তি শুরু নতুন মাত্রা। বিমানবন্দরের অব্যবস্থাপনায় প্রবাসের দীর্ঘ যাত্রা যেন দীর্ঘতর হয়। 

দেশে ফেরত আসা প্রবাসী শ্রমিকরা জানান, বিমানবন্দরে হয়রানির শিকার হতে হচ্ছে তাদের।

প্রবাসীদের নিয়ে কাজ করা অভিবাসন বিশ্লেষকের মতে, প্রবাসীদের সমস্যা নিরসনে সরকারকে আলাদা করে গুরুত্ব দিতে হবে।

প্রবাসীদের নিয়ে কাজ করা সংগঠন রামরুর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান তাসনিম সিদ্দিকী জানান, প্রবাসীরা দেশে ফেরার পর বিমানবন্ধর তাকে ট্যাক্সি নিয়ে তাকে নানা অত্যাচার সহ্য করতে হয়। এছাড়া তাদের কাছে থাকে টাকা হাতিয়ে নেয়ার জন্য গ্রামের বাড়ি যাওয়ার পথে একটা চক্র তাদের পথে মেরে ফেলার চেষ্টা চালায়।

তিনি আরও জানান, অভিবাসন একটা বিশাল প্রক্রিয়া যার সঙ্গে জড়িত র‍েমিট্যান্স এর মতো অর্থনৈতিক বিষয়, অন্যদিকে রয়েছে শ্রমিক অধিকার। এছাড়া যেসব শ্রমিক বিদেশ যাচ্ছে তাদের পরিবারকে রক্ষণাবেক্ষণ। তাই সরকারের কাছে দাবি জানাচ্ছি, অভিবাসন দশক ঘোষণা করে বিভিন্ন মেয়াদী পরিকল্পনা বাস্তবায়নের জন্য। 

সংশ্লিষ্টদের সোচ্চার থেকে সঠিক আইন প্রয়োগের পাশাপাশি সামগ্রিক সমন্বয়ের পরামর্শ তার।


   আরও সংবাদ