ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১৯ ডিসেম্বর, ২০২২ ১০:০১ পূর্বাহ্ন | দেখা হয়েছে ৩৭১ বার
মুসলমানদের পবিত্র রমজান মাস উপলক্ষে আটটি নিত্যপণ্য বাকিতে আমদানির সুযোগ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।
মঙ্গলবার (১৩ ডিসেম্বর) এ সংক্রান্ত সার্কুলার জারি করেছে বাংলাদেশ ব্যাংক।
পণ্যগুলো হলো— ভোজ্যতেল, ছোলা, ডাল, মটর, পেঁয়াজ, মসলা, চিনি ও খেজুর।
এতে বলা হয়, সাপ্লায়ার্স–বায়ার্স ক্রেডিটের আওতায় ৯০ দিনের মধ্য অর্থ পরিশোধের চুক্তিতে এসব পণ্য আমদানির সুযোগ থাকবে। এটি ২০২৩ সালের ৩১ মার্চ পর্যন্ত এলসি খোলার ক্ষেত্রে বহাল থাকবে।
গত রোববার (১১ ডিসেম্বর) রমজানে ব্যবহৃত পণ্য সরবরাহ বৃদ্ধি ও মূল্য সহনীয় পর্যায়ে রাখতে ঋণপত্র (এলসি) খোলা সহজ ও নগদ মার্জিন হার কমিয়ে আনতে নির্দেশ দিয়ে সার্কুলার জারি করে বাংলাদেশ ব্যাংক।
সার্কুলারে বলা হয়, রোজায় ব্যবহৃত পণ্য ভোজ্যতেল, পেঁয়াজ, মটর, চিনি, মসলা, ছোলা, ডাল ও খেজুরের সরবরাহ বৃদ্ধি ও মূল্য সহনীয় পর্যায়ে রাখতে ঋণপত্র (এলসি) খোলা সহজ ও নগদ মার্জিন হার কমিয়ে আনতে হবে। ঈদকে সামনে রেখে বাজারে যাতে পণ্যের সরবরাহ বৃদ্ধি এবং দাম সহনীয় থাকে তা বিবেচনায় রাখতে হবে। যাতে ঋণপত্র খোলা সহজ হয় ও ব্যয় কমে আসে।
এতে আরও বলা হয়েছে, আগে জারিকৃত সার্কুলারে অন্যান্য পণ্য আমদানির ক্ষেত্রে উল্লেখিত শর্ত ও নির্দেশনা বহাল থাকবে।
এ ছাড়া সোমবার (১২ ডিসেম্বর) বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদারের সঙ্গে বৈঠকে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের পক্ষ থেকে রমজানের পণ্য আমদানিতে এলসি খুলতে রিজার্ভ থেকে ডলার সহায়তা চাওয়া হয়। এর একদিন পরেই বাকিতে আটটি নিত্যপণ্য আমদানির সুযোগ দিল কেন্দ্রীয় ব্যাংক।