ঢাকা, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

ভ্যাট দিয়ে সচল সাকিবের রেস্টুরেন্টের জব্দ ব্যাংক হিসাব

ডেস্ক রিপোর্ট


প্রকাশ: ৪ জানুয়ারী, ২০২৩ ০৯:৪৮ পূর্বাহ্ন | দেখা হয়েছে ৩৭৩ বার


ভ্যাট দিয়ে সচল সাকিবের রেস্টুরেন্টের জব্দ ব্যাংক হিসাব

 বকেয়া ভ্যাটের টাকা জমা দিয়ে জব্দ ব্যাংক হিসাব সচল করেছে সাকিব আল হাসানের মালিকানাধীন প্রতিষ্ঠান সাকিব ৭৫ রেস্টুরেন্ট।


সরকারি কোষাগারে বকেয়া টাকা ও প্রযোজ্য সুদ পরিশোধ করায় গতকাল মঙ্গলবার কাস্টম, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট, ঢাকা (পশ্চিম) থেকে ব্যাংক হিসাব সচল করার জন্য সংশ্লিষ্ট ব্যাংকে চিঠি দেওয়া হয়।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, গত ৫ ডিসেম্বর রাজধানীর মিরপুরের রবিউল প্লাজার সাকিব ৭৫ রেস্টুরেন্টের বকেয়া টাকা আদায়ের জন্য ব্যাংক হিসাব জব্দ করার সুপারিশ করে ঢাকা পশ্চিম ভ্যাট কমিশনারেট।

এরপর রোববার (১ জানুয়ারি) সোনালী ব্যাংকের বনানী শাখায় ভ্যাটের দুটি ট্রেজারি চালানের মাধ্যমে বকেয়া তিন লাখ ৯২ হাজার ৮৮৮ টাকা এবং এর ওপর ২ শতাংশ হারে সুদের টাকা পরিশোধ করার পর জব্দ হওয়া ব্যাংক হিসাবগুলো সচল হয়।


এর আগে সাকিব ৭৫ রেস্টুরেন্ট কর্তৃপক্ষ দীর্ঘদিন ধরে ভ্যাট না দেওয়ায় প্রতিষ্ঠানটির নামে ওয়ারেন্ট জারি করে ঢাকা পশ্চিম ভ্যাট কমিশনারেট এবং সাকিবের রেস্টুরেন্টের ব্যাংক হিসাব জব্দ করতে ব্যাংকগুলোকে চিঠি দেওয়া হয়।তাছাড়া ১৫ দিনের মধ্যে টাকা দেওয়ার আলটিমেটাম দেয় ভ্যাট কমিশনারেট। পরে সরকারের বকেয়া টাকা পরিশোধ করে ব্যাংক হিসাব সচল করে সাকিবের মালিকানাধীন রেস্টুরেন্ট।

উল্লেখ্য, সাকিব ৭৫ রেস্টুরেন্টের পার্টনার হিসেবে রয়েছে জাতীয় দলের আরেক ক্রিকেটার ইমরুল কায়েস।


   আরও সংবাদ