ঢাকা, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

অস্কারজয়ী অভিনেত্রী প্রশ্নোত্তর দিলেন বাঙালি দর্শকদের

বিনোদন ডেস্ক


প্রকাশ: ৭ জানুয়ারী, ২০২৩ ১২:৩৫ অপরাহ্ন | দেখা হয়েছে ৩২৫ বার


অস্কারজয়ী অভিনেত্রী প্রশ্নোত্তর দিলেন বাঙালি দর্শকদের

ঢাকা লিটফেস্টের দশম আয়োজনের দ্বিতীয় দিন ছিল শুক্রবার (৬ জানুয়ারি)। ওইদিন সন্ধ্যায় বাংলা একাডেমির এক আলোচনাসভায় দর্শকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন অস্কারজয়ী অভিনেত্রী টিলডা সুইনটন।

সেদিন সন্ধ্যা সাড়ে ৬টায় আবদুল করিম সাহিত্যবিশারদ মিলনায়তনে প্রদর্শিত হয় সুইনটন অভিনীত সিনেমা ‘অরনাল্ডো’। তবে এই সিনেমা প্রদর্শনের আগে বাংলা একাডেমির আলোচনা সভায় অংশ নেন ব্রিটিশ এই অভিনেত্রী।

দর্শকে কানায় কানায় পূর্ণ বাংলা একাডেমির আবদুল করিম সাহিত্যবিশারদ মিলনায়তনের মঞ্চ। এই মঞ্চেই শুরু হয় আলোচনাসভা। এ সভা সঞ্চালনা করেন লেখক আহসান আকবর। এ আলোচনা সভায় সুইনটন দর্শকদের জানায় তার অভিজ্ঞতার কথা। শেয়ার করেন ‘অরনাল্ডো’ সিনেমার কিছু তথ্য।

তিনি জানান, এ সিনেমাটি-ই ২০২১ সালে মুক্তি পেয়েছিল। সে সময় করোনায় মানুষ ঘরবন্দি হওয়ায় সিদ্ধান্ত নেয়া হয়েছিল ছবিটি ওটিটিতে মুক্তি দেয়া হবে। তবে শেষমেশ বড় পর্দাতেই সিনেমাটি মুক্তি দেয়ার সিদ্ধান্ত চূড়ান্ত হয়।

সিনেমাটি মুক্তির পর সবাই পরিবার নিয়ে হলে গিয়েছে। এ সময় তিনি বলেন, ‘তখন হলে গিয়ে মানুষের উচ্ছ্বাস দেখে আমি অনুভব করেছি করোনার কারণে মানুষ অন্যান্য সবকিছুর মতো হলে গিয়ে সিনেমা দেখাকেও মিস করেছেন।’

আলোচনা সভার শেষে উপস্থিত দর্শকদের প্রশ্নের উত্তর দেন টিলডা সুইনটন। এক দর্শকের প্রশ্নের উত্তরে টিলডা জানান, তার অন্যতম প্রিয় সিনেমা ‘অরনাল্ডো’। কারণ, এটি তার জন্য ছিল ভিন্নধর্মী এক সিনেমা। ছবিটির প্রতিটি ফ্রেমে ছিলেন তিনি। অনুষ্ঠানে নিজের আরও একটি প্রিয় ছবির কথা জানান। সিনেমাটির নাম ‘মেমোরিয়া’।

টিলডা একাধারে অভিনেত্রী, নির্মাতা, লেখক, শিল্পী। ‘উই নিড টু টক অ্যাবাউট কেভিন’, ‘দ্য ক্রনিকলস অব নার্নিয়া’, ‘দ্য গ্র্যান্ড বুদাপেস্ট হোটেল’, ‘ডক্টর স্ট্রেঞ্জ’-এর মতো ব্যবসাসফল সিনেমায় অভিনয় করেছেন তিনি। ২০০৭ সালে ‘মাইকেল ক্লেটন’ ছবির জন্য সেরা পার্শ্ব-অভিনেত্রী হিসেবে জিতেছেন অস্কার। তারপরও নিজেকে অভিনয়শিল্পী থেকে বেশি লেখক হিসেবে পরিচয় দিতে স্বস্তিবোধ করেন।

কারণ সুইনটন মনে করেন, লেখালেখির মাধ্যমেই তিনি নিজেকে নতুনভাবে জেনেছেন। তাই সাহিত্যের আসর তাকে ভীষণ টানে। আর এ কারণেই এত ব্যস্ততার মাঝে সুইনটন ছুটে এসেছেন বাংলাদেশে আয়োজিত ঢাকা লিট ফেস্টে। তবে এবারই প্রথম নয়, ২০১৭ সালেও লিটফেস্টে ঢাকায় এসেছিলেন অস্কারজয়ী এই হলিউড অভিনেত্রী।


   আরও সংবাদ