ঢাকা, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

প্রার্থিতা ফিরে পেয়ে যা বললেন হিরো আলম 

ডেস্ক রিপোর্ট


প্রকাশ: ১৭ জানুয়ারী, ২০২৩ ১৭:২৭ অপরাহ্ন | দেখা হয়েছে ৩০৮ বার


প্রার্থিতা ফিরে পেয়ে যা বললেন হিরো আলম 

বগুড়া-৪ ও বগুড়া-৬ আসনের উপনির্বাচনে স্বতন্ত্র প্রার্থী আশরাফুল হোসেন ওরফে হিরো আলমের হাইকোর্টের আদেশে প্রার্থিতা ফিরে পেয়েছেন। এতে নির্বাচনে তার প্রার্থী হওয়ার পথে আর কোনো বাধা নেই। শিগগিরই প্রচারে নামবেন তিনি।

মঙ্গলবার (১৭ জানুয়ারি) বিচারপতি মো. খসরুজ্জামান ও বিচারপতি মো. ইকবাল কবিরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ হিরো আলমের প্রার্থিতা বাতিলে নির্বাচন কমিশনের (ইসি) সিদ্ধান্ত স্থগিত করেছেন।

এরপর হিরো আলম সাংবাদিকদের বলেন, হিরোকে সবসময় সবাই জিরো বানাতে চায়। কিন্তু কেউ জিরো বানাতে পারেনি, ভবিষ্যতেও পারবে না।

তিনি বলেন, আইনের প্রতি আমার শ্রদ্ধা ছিল। নির্বাচন কমিশন বাতিল করলেও আদালতে বিচার পাব বলে বিশ্বাস ছিল। সেই বিচার পেয়েছি। এখন আমার নির্বাচন করতে বাধা নেই। তাই প্রচারে নামব।

নির্বাচন কমিশন হাইকোর্টের আদেশের বিরুদ্ধে আপিল করলে তিনিও আইনগতভাবে এগোবেন বলেও জানান।

এর আগে, সোমবার (১৬ জানুয়ারি) হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় হিরো আলমের আইনজীবী ইয়াররুল ইসলাম প্রার্থিতা ফিরে পেতে রিট আবেদন করেন। রিটে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি), নির্বাচন কমিশনের সচিব, জেলা রিটার্নিং কর্মকর্তাসহ চারজনকে বিবাদী করা হয়। আদালতে রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট ইয়ারুল ইসলাম।

বগুড়া-৪ ও ৬ আসনের উপনির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন হিরো আলম। কিন্তু ভোটার তালিকায় গরমিল অভিযোগে তার মনোনয়নপত্র প্রথমে জেলা রিটার্নিং কর্মকর্তা পরে নির্বাচন কমিশন থেকেও বাতিল করা হয়। এরপর প্রার্থিতা ফিরে পেতে হাইকোর্টে রিট করেন তিনি।

উল্লেখ্য, গত ৮ জানুয়ারি মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে দুপুর ১টার দিকে হিরো আলমের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক সাইফুল ইসলাম।

এরপর হিরো আলম মনোনয়ন গ্রহণ ও বাতিল সংক্রান্ত বিষয়ে গত ১০ জানুয়ারি আপিল করেন প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) কাছে। সেই আপিলেও গত ১২ জানুয়ারি খারিজ করে নির্বাচন কমিশন।


   আরও সংবাদ