ঢাকা, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

হারুনসহ ১০ জনের বিরুদ্ধে মামলার আবেদন খারিজ

ডেস্ক রিপোর্ট


প্রকাশ: ২২ জানুয়ারী, ২০২৩ ১৬:৩২ অপরাহ্ন | দেখা হয়েছে ২৬৭ বার


হারুনসহ ১০ জনের বিরুদ্ধে মামলার আবেদন খারিজ

 


বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে ভাঙচুরের ঘটনায় ডিবিপ্রধান হারুন অর রশিদসহ ১০ জনের বিরুদ্ধে মামলার আবেদন খারিজ করেছেন আদালl


রোববার (২২ জানুয়ারি) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজেশ চৌধুরীর আদালত আবেদনটি খারিজ করে দেন।

এর আগে, এদিন সকালে একই আদালতে মামলার আবেদন করেন বিএনপি নেতা নাজিম উদ্দিন আলম। আদালত বাদীর জবানবন্দি গ্রহণ শেষে আদেশ পরে দেবেন বলে জানান।

আবেদনে অন্য যাদের আসামি করা হয়, অতিরিক্ত পুলিশ কমিশনার আসাদুজ্জামান, যুগ্মপুলিশ কমিশনার সঞ্জিত কুমার রায়, যুগ্ম পুলিশ কমিশনার মেহেদি হাসান, অতিরিক্ত পুলিশ কমিশনার ড. খ. মহিদ উদ্দিন, যুগ্ম পুলিশ কমিশনার বিপ্লব কুমার সরকার, উপপুলিশ কমিশনার হায়াতুল ইসলাম খান, এসি মতিঝিল জোন গোলাম রুহানি, আনসার সদস্য আল আমিন ওরফে মাহিদুর রহমানসহ অজ্ঞাতপরিচয় ২০০-৩০০ পুলিশ সদস্য।


উল্লেখ্য, গত ৭ ডিসেম্বর বিকেলে রাজধানীর নয়াপল্টনে বিএনপি নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। এতে একজন নিহত ও অনেকেই আহত হন। এ ঘটনার পর বিকেলেই নয়াপল্টনে বিএনপির কার্যালয়ের ভেতরে তল্লাশি চালায় পুলিশ।

বিএনপির অভিযোগ, পুলিশ তল্লাশির নামে কার্যালয়ে ভাঙচুর করেছে। এ ছাড়া পুলিশের তল্লাশির পর ল্যাপটপ, কম্পিউটার, হার্ডডিস্ক, নথিপত্র, ব্যাংকের কাগজপত্র ও নগদ অর্থ লুট হয়েছে। এতে ৫০ লাখ ৮২ হাজার ৫০০ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি দলটির।


   আরও সংবাদ