ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ২৭ জানুয়ারী, ২০২৩ ১০:৩৯ পূর্বাহ্ন | দেখা হয়েছে ২৫০ বার
ইউক্রেনে রাশিয়ার সর্বশেষ ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত ১১ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত আরও ১১ জন।
বৃহস্পতিবার (২৭ জানুয়ারি) রাতে দেশটির স্টেট ইমার্জেন্সি সার্ভিসের বরাত দিয়ে কাতার ভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ তথ্য জানিয়েছে।
যুক্তরাষ্ট্র ও জার্মানি ট্যাংক সরবরাহ করার ঘোষণা দেওয়ার পর গতকাল সকালের দিকে পুরো ইউক্রেন জুড়ে ক্ষেপণাস্ত্র হামলা চালায় রাশিয়া।
এক টেলিগ্রাম পোস্টে স্টেট ইমার্জেন্সি সার্ভিস বলেছে, রাজধানী কিয়েভ ও ওডেসার দক্ষিণাঞ্চলসহ বিভিন্ন এলাকাকে লক্ষ্য করে এই হামলা চলে। হামলায় ১১ জন নিহত ও আরও ১১ জন আহত হয়েছেন।
হামলার পর শতাধিকের বেশি কর্মী অনুসন্ধান ও উদ্ধার অভিযানে অংশ নিয়েছে।
আল জাজিরা স্বাধীনভাবে নিহতের সংখ্যা যাচাই করতে পারেনি।
এদিকে ইউক্রেনের শীর্ষ জেনারেল বলেছেন, দেশটির বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ৫৫টি ক্ষেপণাস্ত্রের মধ্যে ৪৭টি গুলি করে ভূপতিত করেছে।
জেনারেল ভ্যালেরি জালুঝনি টেলিগ্রামে এক পোস্টে বলেছেন, মস্কো অন্যান্য মডেলের সঙ্গে কে-৪৭ কিনজহাল হাইপারসনিক মিসাইল ব্যবহার করেছে। এসব ক্ষেপণাস্ত্রের মধ্যে ২০টি রাজধানী কিয়েভের আশপাশে গুলি করে ভূপাতিত করা হয়।
‘রাশিয়া ইউক্রেনীয়দের ওপর মানসিক চাপ প্রয়োগ করছে। একইসঙ্গে অবকাঠামো ধ্বংস করছে। তবে আমরা ভাঙব না’- জালুঝনি যোগ করেন।