ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১ ফেব্রুয়ারী, ২০২৩ ১৪:৫৭ অপরাহ্ন | দেখা হয়েছে ২৯৪ বার
বাংলাদেশ ব্যাংকে চারজন ডেপুটি গভর্নরের দায়িত্ব পুনর্বণ্টন করা হয়েছে। রদবদল হওয়া কর্মকর্তাদের মধ্যে দীর্ঘদিন ধরে বৈদেশিক রিজার্ভ ব্যবস্থাপনা বিভাগের দায়িত্বে থাকা ডেপুটি গভর্নর কাজী ছাইদুর রহমানকে ওই বিভাগের দায়িত্ব থেকে সরিয়ে নেওয়া হয়েছে। এই রদবদলের কারণ জানা যায়নি।
কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদার এই রদবদল এনেছেন বলে বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা গেছে।
অপরদিকে ফরেক্স রিজার্ভ অ্যান্ড ট্রেজারি ম্যানেজমেন্ট বিভাগের দায়িত্ব পেয়েছেন ডেপুটি গভর্নর আবু ফরাহ মো. নাছের।
জানা গেছে, ডেপুটি গভর্নর কাজী ছাইদুর রহমান দীর্ঘ ২৫ বছর ধরে বিভিন্ন পদে রিজার্ভ ব্যবস্থাপনা বিভাগের সঙ্গে ছিলেন। একই সঙ্গে ব্যাংক পরিদর্শন-৪ ও ব্যাংক পরিদর্শন-৭ বিভাগের তদারকির দায়িত্বে ছিলেন। বর্তমানে এই দায়িত্ব পেয়েছেন ডেপুটি গভর্নর আবু ফরাহ মো. নাছের।
এর মধ্যদিয়ে আবু ফরাহ মো. নাছেরকে আরও বেশি দায়িত্ব দেওয়া হয়েছে। নতুন করে ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ, এসএমই বিভাগের পাশাপাশি বৈদেশিক রিজার্ভ ব্যবস্থাপনা ও ব্যাংক পরিদর্শনে তাঁকে যুক্ত করা হয়েছে তাকে।