ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ৪ ফেব্রুয়ারী, ২০২৩ ০৯:০১ পূর্বাহ্ন | দেখা হয়েছে ২৭২ বার
ভারতের উত্তর প্রদেশে একজন যুবক সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রাম লাইভে এসে আত্মহত্যার করছিল। বিষয়টি জানিয়ে ফেসবুক ও ইনস্টাগ্রামের মূল কোম্পানি ক্যালিফোর্নিয়াভিত্তিক মেটা সদর দপ্তর থেকে উত্তর প্রদেশ পুলিশকে সতর্কবার্তা পাঠানো হয়। এরপর পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই যুবকের প্রাণ বাঁচায়।
গত বছরের মার্চে ফেসবুক বা ইনস্টাগ্রামে আত্মহত্যাবিষয়ক কোনো পোস্ট দেওয়া হলে সেটা তাৎক্ষণিকভাবে জানানোর জন্য মেটার সঙ্গে চুক্তি করেছিল উত্তর প্রদেশের পুলিশ।
ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, ২৩ বছর বয়সী ওই যুবকের নাম অভয় শুক্লা। তিনি কনৌজের বাসিন্দা এবং বর্তমানে গাজিয়াবাদের বিজয় নগর এলাকায় বাস করেন।
মঙ্গলবার (৩১ জানুয়ারি) রাতে ইনস্টাগ্রাম লাইভে এসে ফাঁস দেওয়ার জন্য রশি বাঁধতে শুরু করেন।
ওই লাইভ ভিডিওটি শুরু হওয়ার পর মেটা সদর দপ্তর থেকে শুক্লার নিবন্ধিত মোবাইল নম্বরসহ উত্তর প্রদেশ পুলিশ বিভাগের সোশ্যাল মিডিয়া সেন্টারের ই-মেইলে সতর্কবার্তা পাঠানো হয়।
সোশ্যাল মিডিয়া সেন্টার থেকে ফোনটির অবস্থান শনাক্ত করে সতর্ক বার্তাটি গাজিয়াবাদ পুলিশ কমিশনারের কার্যালয়ে স্থানান্তর করা হয়। এরপর বার্তাটি বিজয়নগর থানায় পাঠানো হলে পুলিশ কর্মকর্তারা তাৎক্ষণিকভাবে পদক্ষেপ গ্রহণ করেন।
প্রায় ১৫ মিনিটের মধ্যে শুক্লার মোবাইলের অবস্থান শনাক্ত করে তার বাড়িতে পৌঁছায় পুলিশ। তারা শুক্লাকে উদ্ধার করে ৬ ঘণ্টা কাউন্সিলিং করে এবং পরিবারের কাছে হস্তান্তর করে।
পুলিশ জানায়, শুক্লা তার মায়ের কাছ থেকে ৯০ হাজার রুপি ধার করেছিল, যা তার বোনের বিয়ের জমানো হয়েছিল। কিন্তু কিছুদিন পর ব্যবসায়িক ক্ষতির মুখে পড়েন তিনি। এতে হতাশ হয়ে আত্মহত্যা করার চরম পদক্ষেপ নেন তিনি।
সূত্র : ইন্ডিয়া টুডে