ঢাকা, মঙ্গলবার, ২২ অক্টোবর ২০২৪,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

পবিত্র শবেবরাত ২৯ মার্চ

ডেস্ক রিপোর্ট


প্রকাশ: ১০ সেপ্টেম্বর, ২০২১ ১৪:১৯ অপরাহ্ন | দেখা হয়েছে ৫১২ বার


পবিত্র শবেবরাত ২৯ মার্চ

দেশের আকাশে কোথাও পবিত্র শাবান মাসের চাঁদ দেখা যায়নি রোববার সন্ধ্যায়। ফলে আজ সোমবার রজব মাসের ৩০ দিন পূর্ণ হচ্ছে। মঙ্গলবার থেকে শাবান মাস গণনা শুরু হবে।আগামী ২৯ মার্চ সোমবার রাতে পবিত্র শবেবরাত পালিত হবে। রোববার সন্ধ্যায় বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন ধর্ম সচিব ড. মো. নূরুল ইসলাম। ইসলামিক ফাউন্ডেশনের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সভায় ধর্ম সচিব জানান, সব জেলা প্রশাসন, ইসলামিক ফাউন্ডেশনের প্রধান কার্যালয়, বিভাগীয় ও জেলা কার্যালয়, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর, মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন কেন্দ্র থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী রোববার বাংলাদেশের আকাশে ১৪৪২ হিজরির শাবান মাসের চাঁদ দেখা যায়নি। শাবান মাসের ১৫তম রাতে শবেবরাত পালিত হয়।

আগামী ২৯ মার্চ রাত শবেবরাতের রাত। পরদিন বাংলাদেশে নির্বাহী আদেশে সরকারি ছুটি। ‘ভাগ্য রজনী’ হিসাবে পরিচিত লাইলাতুল বরাতের পুণ্যময় রাতটি বাংলাদেশসহ বিভিন্ন দেশের মুসলমানরা নফল নামাজ, কুরআন তিলাওয়াতসহ ইবাদত বন্দেগির মাধ্যমে কাটান।


   আরও সংবাদ