ঢাকা, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

ভুটানের কাছে হারলেও যে সমীকরণে ফাইনালে যাবে বাংলাদেশ

ডেস্ক রিপোর্ট


প্রকাশ: ৭ ফেব্রুয়ারী, ২০২৩ ১২:২৯ অপরাহ্ন | দেখা হয়েছে ২৭৩ বার


ভুটানের কাছে হারলেও যে সমীকরণে ফাইনালে যাবে বাংলাদেশ

ঘরের মাটিতে চলমান সাফ অনূর্ধ্ব-২০ নারী চ্যাম্পিয়নশিপে দুই ম্যাচে সমান একটি করে জয় ও ড্রয়ে ৪ পয়েন্ট করে নিয়ে ফাইনালের পথে এগিয়ে রয়েছে স্বাগতিক বাংলাদেশ ও ভারত। টুর্নামেন্টে এক জয়ে ৩ পয়েন্ট নিয়ে আসরে টিকে রয়েছে নেপাল, তবে দুই ম্যাচ হেরে কোনো পয়েন্ট আদায় করতে না পারায় ছিটকে গেছে ভুটান।

আজ (৭ ফেব্রুয়ারি) কমলাপুর স্টেডিয়ামে সন্ধ্যা ৭টায় নিজেদের শেষ ম্যাচে বাংলাদেশ খেলবে ভুটানের বিপক্ষে, আর বিকেল ৩টায় ভারতের প্রতিপক্ষ নেপাল। ভুটানের বিপক্ষে এক পয়েন্ট অর্জন করলেই বাংলাদেশ টুর্নামেন্টের ফাইনালের টিকিট পেয়ে যাবে। তবে দিনের প্রথম ম্যাচে ভারত যদি নেপালকে হারায়, তাহলে বাঘিনীদের হারলেও কোনো সমস্যা হবে না।


   আরও সংবাদ