বিনোদন ডেস্ক
প্রকাশ: ১৫ ফেব্রুয়ারী, ২০২৩ ০৮:২২ পূর্বাহ্ন | দেখা হয়েছে ২৮৭ বার
তুরস্ক ও সিরিয়ার ভয়াবহ ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের সাহায্যার্থে সকলকে এগিয়ে আসার অনুরোধ করেছেন বলিউড অভিনেত্রী ও গ্লোবাল আইকন প্রিয়াঙ্কা চোপড়া। নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে একটি নোট লিখে তার লক্ষ লক্ষ ভক্ত-অনুগামীকে সাহায্যের জন্য এগিয়ে আসার এ আহ্বান জানান তিনি।
ক্ষতিগ্রস্ত অঞ্চলগুলো থেকে হৃদয়বিদারক দৃশ্য শেয়ার করে প্রিয়াঙ্কা লিখেছেন, ‘বিধ্বংসী ভূমিকম্পের এক সপ্তাহ পরেও তুরস্ক এবং সিরিয়ার জনগণের যন্ত্রণা অব্যাহত রয়েছে। উদ্ধার অভিযান নিরলস। কিছু আশার মুহূর্ত তৈরি হয়েছে যেখানে একটি তিন মাস বয়সী শিশুকে ধ্বংসস্তূপ থেকে উদ্ধার করা হয়েছিল। অনেকে আছেন যারা এখনো আটকা পড়ে আছেন, অপেক্ষা করছেন এবং উদ্ধার পাওয়ার আশা করছেন। তাদের পরিবার কোনো অলৌকিক ঘটনার জন্য প্রার্থনা করছে। এটা হৃদয়বিদারক।’
তিনি আরও লেখেন, ‘প্রকৃতির ক্রোধ কাউকে রেহাই দেয় না তবে আমরা সবাই সাহায্য করতে পারি। ঘটনাস্থলে কাজ করা সংস্থাগুলোর বিশদ বিবরণ আমার হাইলাইটে রয়েছে। আশা করি আপনারা যেভাবে পারেন সাহায্য করবেন।’
প্রিয়াঙ্কার এমন মানবিক আহ্বানে সাড়া দিচ্ছে অনেকেই। ভারতীয় ভক্ত-অনুরাগীরাও অভিনেত্রীর প্রশংসা করে তুরস্ক-সিরিয়ায় ক্ষতিগ্রস্তদের সাহায্যার্থে এগিয়ে আসার আহ্বান জানাচ্ছে।
এদিকে তুরস্ক-সিরিয়ায় ঘটে যাওয়া ভয়াবহ ভূমিকম্পের এক সপ্তাহ পরেও ধ্বংসস্তূপের মধ্য থেকে একের পর এক মৃতদেহ উদ্ধার চলছে। সর্বশেষ পাওয়া খবর অনুসারে, তুরস্ক ও সিরিয়ায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৭ হাজারের বেশি।
সিরিয়ার বিধ্বস্ত শহর আলেপ্পোতে জাতিসংঘের সহায়তা ইউনিটের প্রধান মার্টিন গ্রিফিথস বলেন, উদ্ধার অভিযান শেষ হয়ে আসছে। এখন আশ্রয় ও খাবার সরবরাহে জোর দেওয়া হচ্ছে।
ভূমিকম্প কবলিত এলাকার তাপমাত্রা মাইনাস ৬ ডিগ্রি সেলসিয়াসে নেমে গেছে, যা উদ্ধার অভিযানকে কঠিন করে তুলেছে।
দেশটির ব্যবসায়ী সংগঠন তুর্কি এন্টারপ্রাইজ অ্যান্ড বিজনেস কনফেডারেশন জানায়, মারাত্মক ভূমিকম্পে আর্থিক ক্ষতির পরিমাণ প্রায় ৮৪ বিলিয়ন ডলার।
তুরস্কের নগরায়ন মন্ত্রী মুরাত কুরুমের তথ্যমতে, মারত্মকভাবে ক্ষতিগ্রস্ত ১০টি শহরে প্রায় ৪২ হাজার ভবন ধসে পড়েছে অথবা জরুরি ভিত্তিতে ভেঙে ফেলতে হয়েছে।
এদিকে, জাতিসংঘ বলছে, ভূমিকম্পের পরে সিরিয়ায় ৫৩ লাখ মানুষ গৃহহীন হতে পারে। তুরস্ক ও সিরিয়ায় প্রায় ৯ লাখ মানুষের জন্য জরুরি খাবারের প্রয়োজন।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলেছে, ভয়াবহ এই ভূমিকম্পে ২ কোটি ৬০ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে।
এর আগে, গত ৬ ফেব্রুয়ারি ভোরের দিকে সিরিয়া এবং তুরস্কে ৭ দশমিক ৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। এর কিছুক্ষণ পর ফের ৬ দশমিক ৭ মাত্রার আরও একটি ভূমিকম্প।
উল্লেখ্য, ১৯৩৯ সালে ৭ দশমিক ৮ মাত্রার ভূমিকম্পে তুরস্কের পূর্ব এরজিনকান প্রদেশে ৩৩ হাজার মানুষ নিহত হয়েছিল।
সূত্র : হিন্দুস্তান টাইমস