ঢাকা, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

আর্সেনালকে হারিয়ে শীর্ষে ম্যানচেস্টার সিটি

ডেস্ক রিপোর্ট


প্রকাশ: ১৬ ফেব্রুয়ারী, ২০২৩ ০৯:২৭ পূর্বাহ্ন | দেখা হয়েছে ২৫৪ বার


আর্সেনালকে হারিয়ে শীর্ষে ম্যানচেস্টার সিটি

ইংলিশ প্রিমিয়ার লিগে চলতি মৌসুম আর্সেনাল যেভাবে খেলা শুরু করেছিল মনে হচ্ছিল শিরোপা তাদের ঘরেই উঠবে। কিন্তু মৌসুমে মাঝপথে এসে পথ হারিয়ে ফেলছে তারা। বুধবার স্বাগতিকদের একের পর এক ভুল কাজে লাগিয়ে ৩-১ ব্যবধানে জয় পেয়েছে পেপ গার্দিওয়ালার দল।   

চলতি আসরের প্রথম ১৯টি ম্যাচে মাত্র একটিতে হেরেছিল আর্সেনাল, পরের তিন রাউন্ডে হেরেছে দুটি। এদিকে এই নিয়ে টানা তিন ম্যাচে জয়শূন্য রইলো দলটি। সবচেয়ে বড় ধাক্কাটি খেয়েছে শীর্ষস্থান হারানোর মধ্য দিয়ে। লিগ টেবিলে দুই দলের পয়েন্ট সমান। তবে গোল ব্যবধানে এগিয়ে আছে পেপ গার্দিওয়ালার দল।

গতকাল ম্যাচটা ছিল দুই দলের জন্যই গুরুত্বপূর্ণ। দুই দলই পূর্ণ শক্তির দল নিয়েই নেমেছিল মাঠে। তবে ঘরের মাঠে সুযোগটা কাজে লাগাতে পারেনি আর্তেতার দল। প্রতিপক্ষের ভুলে ম্যাচের ২৪ মিনিটে সিটিকে এগিয়ে নেন কেভিন ডি ব্রুইন। প্রতিপক্ষের খেলোয়াড়ের একটি দুর্বল পাস ডিবক্সে থাকা কেভিন ডি ব্রুইয়েন পায়ে চলে এলে অনায়াসে জালে বল জড়ান তিনি। অপরদিকে ম্যাচের ৪২তম মিনিটে আর্সেনালের ইংলিশ ফরোয়ার্ড সাকার একটি নিঁখুত স্পটকিক সমতা আনে খেলায়। 

বিরতি থেকে এসে আক্রমণ-পাল্টা আক্রমণের খেলা জমে ওঠে দুই দলই। সেই সুযোগ আসে সিটিজেনদের ৫৬ মিনিটে। গাব্রিয়েল মাগালেস ফাউল করলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। তবে তার আগে হালান্ড অফসাইডে থাকায় ভিএআরে বাতিল হয় আগের সিদ্ধান্ত। অপরদিকে দ্বিতীয়ার্ধে সিটিজেনদের প্রবল চাপ তৈরির ফল পায় ৭২তম মিনিটে। ডি-বক্সের মুখ থেকে বাঁয়ে পাস বাড়ান হালান্ড, গিনদোয়ান বল ধরে ডি-বক্সে বাঁ দিকে খুঁজে নেন গ্রিলিশকে। তার নিচু কোনাকুনি শটে বল তোমিইয়াসুর পায়ে সামান্য দিক পাল্টে খুঁজে পায় ঠিকানা।

আর্সেনালের শেষ আশা নষ্ট হয় ৮২ মিনিটে, হালান্ডের দারুণ গোলে।  ডে ব্রুইনের পাস বক্সে বাঁ পায়ে নিয়ন্ত্রণে নিয়ে ডান পায়ের কোনাকুনি শটে গোলটি করেন সাবেক বরুশিয়া ডর্টমুন্ড তারকা। ফলে ৩-১ গোলের ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে পেপ গার্দিওয়ালার দল।  

এই ম্যাচ হেরে টেবিলের শীর্ষ স্থান হারাল আর্সেনাল। তবে সিটি থেকে তারা এখনও এক ম্যাচ কম খেলেছে। ফলে শীর্ষ স্থান নিজেদের করার সুযোগ এখনও থাকছে আর্সেনালের কাছে। ২৩ ম্যাচে ৫১ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে উঠে এলো ম্যানসিটি। সিটির পরের ম্যাচ আগামী শনিবার নটিংহ্যামের বিপক্ষে।  


   আরও সংবাদ